• আইন ও আদালত

    তানোরে ফের প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টা

      প্রতিনিধি ২৯ অক্টোবর ২০২২ , ৯:০৪:২৯ প্রিন্ট সংস্করণ

    মমিনুল ইসলাম মুন-বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি:

    রাজশাহীর তানোরে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। উপজেলার কামারগাঁ ইউনিয়নের (ইউপি) কৃষ্ঠপুর গ্রামে এই ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্তর শাস্তির দাবিতে গ্রামবাসি বিক্ষুব্ধ হয়ে উঠেছে। এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক গ্রামবাসী বলেন, তাজি মন্ডলের পুত্র মামুন মন্ডল ঘটনা ধাঁমাচাপা দিতে মরিয়া হয়ে উঠেছে, এখানো ভিকটিমকে কোথাও অভিযোগ করতে না দিয়ে মিমাংসার জন্য চাপ দিচ্ছে।
    স্থানীয় সুত্রে জানা গেছে, কৃষ্ঠপুর গ্রামের বাসিন্দা এরাজ মন্ডলের পুত্র কাঁচামাল ব্যবসায়ী ও দুই সন্তানের জনক আলমগীর মন্ডল (৪০) একই গ্রামের জনৈক প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরোকিয়া সম্পর্ক গড়ে দৈহিক সম্পর্ক স্থাপন করে। প্রত্যক্ষদর্শীরা জানান, গত ২৭ অক্টোবর বৃহস্প্রতিবার দিবাগত রাতে ওই নারীর ঘরে আলমগীরকে আপত্তিকর অবস্থায় গ্রামবাসী আটক করে। কিন্ত্ত মামুন ও ইউপি সদস্য (মেম্বার) শরিফুল ইসলাম রাজা ঘটনা মিমাংসার কথা বলে ভিকটিমকে আইনের আশ্রয় নিতে নিষেধ করেছেন। গ্রামবাসীর অভিযোগ, গ্রাম্যমাতব্বরদের সালিশ বাণিজ্য ও অভিযুক্তদের বিচার না হওয়ায় সমাজে এমন ঘটনার সংখ্যা বাড়ছে। এবিষয়ে ভিকটিম বলেন, ঘটনার কথা কাউকে বলতে নিষেধ করেছেন মামুন, সে ঘটনার আপোষ-মিমাংসা করে দিবেন। এবিষয়ে আলমগীর মন্ডল অভিযোগের সত্যতা শিকার করে বলেন, ছোট ঘটনা ঘটেছে আমরা নিজেরা আপোষ-মিমাংসা করে নিবো সমস্যা নাই। এবিষয়ে ইউপি সদস্য শরিফুল ইসলাম বলেন, তিনি পদ্মা সেতু সফরে গেছেন, তিনি ফিরে এসে ঘটনা আপোষ-মিমাংসা করবেন। তিনি বলেন, বাদী-বিবাদী মিমাংসা করে নিলে কারো কিছু করার নাই। এবিষযে তানোর থানার ডিউটি অফিসার বলেন, ধর্ষণ বা ধর্ষণ চেষ্টার অভিযোগ আপোষযোগ্য অপরাধ নয়। তিনি বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ