• জনপদ

    ঝরের প্রভাবে তলিয়ে গেলো হিজলা বরিশালের রুটের লঞ্চ

      প্রতিনিধি ১৫ জুন ২০২৩ , ৯:১১:২২ প্রিন্ট সংস্করণ

    আঃ কাদের কারিমী-বরিশাল জেলা প্রতিনিধি:

    আজ ১৫ জুন সকাল সারে ছয়টায় হিজলা উপজেলার টেক থেকে প্রায় ১৬ জন যাত্রী নিয়ে ইনজাম নামক লঞ্চটি ছেড়ে গেলে লতা নদী পর্যন্ত পৌছালে ঝরের কবলে পরে লঞ্চটি। পরে লঞ্চ চালক ব্যাপারটি উপলব্ধি করতে পেরে ভংগা সংলগ্ন চরে উঠিয়ে, যাত্রীদের নিরাপদে নামিয়ে দেন।

    কিছুক্ষণ পর ঝর শুরু হলে লঞ্চটির তলা ফেটে তলিয়ে যায়,তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।কাজির হাট থানার ওসিও এ ব্যাপরে সত্যতা দেন।এবং তিনি বলেন, ঘটনার সংবাদ পেলে সাথে সাথে পুলিশ পাঠানো হয়, তবে সবাই লঞ্চ থেকে নেমে যাওয়ার কারণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

    বরিশাল নদী বন্দর কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, লঞ্চডুবির ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। লঞ্চটি থেকে যাত্রীরা নিরাপদে পাড়ে নেমেছেন। ঝড়ে লঞ্চটির পেছনের অংশ ডুবে যায়। ডুবে যাওয়া অংশ তুলতে এরই মধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ