• ময়মনসিংহ বিভাগ

    যখন দেশ উন্নয়নের জোয়ারে ভাসছে এটাকি কল্পনা

      প্রতিনিধি ৯ ফেব্রুয়ারি ২০২২ , ৩:১০:৫৩ প্রিন্ট সংস্করণ

    মোঃ সাইফুল ইসলাম আকাশ-ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

    সারা দেশ যখন উন্নয়নের জোয়ারে ভাসছে। প্রধান মন্ত্রী যেখানে গ্রামাঞ্চলকে শহরে রুপায়ন করতে স্বপ্ন দেখছেন।শুধু দেখছেন বললেও আমাদের ভুল হবে।যে ভাবে কাজ করছেন ইনশাআল্লাহ্ অচিরেই তা হবে।কিন্তু কিছু কিছু এলাকায় এখনো যেনো সেখানেই পরে আছেন যা গত বিশ বছর আগে ছিলো।এখনো হালকা বৃষ্টির পানিতে রাস্তা ঘাটে চলাফেরার জন্য মানুষের এবং কি ছোট খাটো গাড়ি গোলও চলতে পারেনা।আমি একটি কাজের জন্য গিয়ে ছিলাম পূর্ব ত্রিশাল ভরমা রোডে কিছু যায়গা আমার মনে হয়েছে কোনো কারণে কাজ বন্ধ আছে। কিন্তু এরকমত হওয়ার কথা নয়।আমরা কি এরকম রাস্তার কথা এখনো ভাবতে পারি।আমরা বতর্মান বিশ্বের কাছে উন্নয়নের রুলমডেল।আমরা এখনো কেনো পিছিয়ে থাকবো। কোনো কোনো বিষয়ে মনের মধ্যে প্রশংসা এমনিতে চলে আসে। পূর্ব ত্রিশালে বালিপাড়া ইউনিয়ন একটি হাই স্কুলের চার তলা বিশিষ্ট্য বিল্ডিং হয়েছে প্রায় কোটি টাকার। এত সুন্দর স্কুল আমার দেখামতে আর নেই।তাই আমি সকলকেই বলবো সাধারণ জনগণের দিকটা একটু ভাবতে।আশা করবো আমাদের দেশের উন্নয়নের দাড়ায় চলছে এবং চলবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ