• স্বাস্থ্য

    বাংলাদেশে ২৬ ফেব্রুয়ারি ১ কোটি ডোজ টিকা দেওয়া হবে।

      প্রতিনিধি ১৬ ফেব্রুয়ারি ২০২২ , ৩:২৮:২৪ প্রিন্ট সংস্করণ

    বাংলাদেশে টিকার প্রথম ডোজ নিতে রেজিস্ট্রেশন বা জন্ম নিবন্ধন প্রয়োজন হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর ডা. শামসুল ইসলাম। রাজধানীসহ সারা বাংলাদেশে আগামী ২৬ ফেব্রুয়ারি এক কোটি ডোজ করোনা টিকা দেওয়া হবে বলেও জানান তিনি। বুধবার কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

    তিনি আরও বলেন, একদিনে ১ কোটি মানুষকে সফলভাবে টিকাদানের জন্য অতিরিক্ত জনবল নিয়োগ করা হচ্ছে। ১২ বছরের বেশি বয়সী মোট জনসংখ্যার ৭০ শতাংশ অর্থাৎ ১২ কোটি মানুষকে টিকার আওতায় আনার লক্ষ্যেই টিকাদান কর্মসূচি জোরদার করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ