• জনপদ

    কীভাবে রাজশাহী বদলে গেল একটি সড়কের চিত্র

      প্রতিনিধি ২৫ মে ২০২৩ , ২:০৯:৫৮ প্রিন্ট সংস্করণ

    মমিনুল ইসলাম মুন-বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি:

    ভদ্রা মোড় রেলক্রসিং থেকে পারিজাত লেক হয়ে নওদাপাড়া বাস টার্মিনাল ৪ দশমিক ১৭ কিলোমিটার নির্মাণ করেছিল রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ। রাস্তাটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় খানাখন্দে আর বড় বড় গর্তে পরিণত হয়েছিল। এতে যানবাহন ও মানুষের চলাচলের দুর্ভোগের সীমা ছিল না। সড়কের বেহাল দশা দেখে রাসিকের তৎকালীন মেয়র জননেতা এএইচএম খায়রুজ্জামান লিটন রাস্তাটি সংস্কার ও উন্নয়নের উদ্যোগ নেন। ২০২১ সালের ৬ নভেম্বর সড়কটির নির্মাণ কাজের উদ্বোধন করেন রাসিকের সদস্য সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

    রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন’শীর্ষক প্রকল্পের দুই লেনের সড়কটি অযান্ত্রিক যানবাহন লেনসহ চারলেনে উন্নীত করা হয়। ৮০ ফুট প্রশস্ত ৪ দশমিক ১৭ কিলোমিটার সড়কের নির্মাণে ব্যয় হয়েছে ৬৯ কোটি ৭৮ লাখ টাকা। ফোরলেনের সড়ক ছাড়াও দুই লেনের অযান্ত্রিক যানবাহন লেন, সড়ক বিভাজক ও দুইপাশে ড্রেন ও ফুটপাত নির্মাণ করা হয়েছে। সড়কগুলোর আইল্যান্ডে সৌন্দর্য্য বৃদ্ধিতে বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়ন করা হচ্ছে। সড়কটি নির্মাণে অত্র এলাকার আর্থসামাজিক অবস্থার আমূল পরিবর্তন ঘটেছে। আলোকায়নের জন্য সড়ক আইল্যান্ডে বাসনো হয়েছে দৃষ্টিনন্দন লাইট ও পোল#

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ