• Uncategorized

    “কবিতাঃ- “মায়াবী স্বপ্নে বিভোর”-লেখকঃ শিহাব আহম্মেদ

      প্রতিনিধি ৫ অক্টোবর ২০২০ , ৮:০৯:২৪ প্রিন্ট সংস্করণ

    “কবিতাঃ- “মায়াবী স্বপ্নে বিভোর”
    লেখকঃ শিহাব আহম্মেদ

    এক কাঁকতালীয় মাঁয়ায় ফেসেছে  হৃদয়
    বুকে নিয়ে কত স্বপ্ন এক জাদুকরী নেশায়!
    দেহ যেনো তাঁর মখমলের জমিনের মতো,
    সুখ খুঁজতো সময়ের হৃদপিন্ডের সীমানায়।

    কুয়াশায় পিঠমোড়া জীবন সায়াহ্নের ডোর;
    পাইনি খুঁজে আজ পারাপারের  নিশ্চিত ভোর!
    দূর পথে প্রতীক্ষার পর অতৃপ্ত জিন্দেগীর কূল
    নিয়মের মারপ্যাঁচে ঘেরা আসলে রহস্যের মূল।

    চলে যাওয়া লাশের ঠিকানা কোন স্বর্গে নরকে
    উপহাস বুকে বাঁধা নিয়ত আঁধার লাশের ঘরে!
    যাও যদি দূরে যাও ডাকবেনা কেউ তো আর,
    পরাভূত হৃদয়ের নেই কখনো কভূ ডরের ভার ।

    আছি এই অচিনপুরে মাত্র নির্দিষ্ট কয়েক দিন
    স্বর্গ নরকের ধুম্রছায়ায় ঘেরা যে প্রতিটি ক্ষন!
    দেখো সময়ে কেউ থাকবেনা রঙিন চিরকাল,
    আজো রয়ে গেলো অজানা কত যে বেসামাল।

    স্বর্গের কোন অভিজাত বনে ছুটে চলছো বলো
    আমলের জিন্দেগী চর্চা করেছো কোনো কালে!
    তুচ্ছ এই জীবন যতই রঙ্গলীলায় ভেসে বেড়াও
    ভবলীলার বিজাতীয় মায়ায় হবে যে জাহান্নামী!

    কী হবে সব এত সুন্দর করে আমল শুন্য ভরা
    আতসবাজি ঝাকানাকা স্বপ্নপুরীর তুল্য ঝর্ণা!
    বৈশাখী ঝড়ের মতো এসে সুখ কেড়ে নিয়ে যায়
    মালিকের হুকুমের কর্মচারীরা হটাৎ নির্দয় হয়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ