• রাজনীতি

    উপজেলা নির্বাচন সুষ্ঠু করাই কমিশনের মূল লক্ষ্য: রাজশাহীতে রাশেদা সুলতানা

      প্রতিনিধি ৩ এপ্রিল ২০২৪ , ৪:৫৯:৫১ প্রিন্ট সংস্করণ

    মোঃ মমিনুল ইসলাম মুন-বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি:

    দ্বাদশ জাতীয় নির্বাচনের মতো এবারের উপজেলা নির্বাচনও অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত করাই নির্বাচন কমিশনের লক্ষ্য বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। আজ মঙ্গলবার দুপুরে রাজশাহী শিল্পকলা একাডেমিতে ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এবারের নির্বাচনে নিয়ম-কানুনে বেশকিছু পরিবর্তন এসেছে জানিয়ে নির্বাচন কমিশনার বলেন, আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের অনলাইনে মনোনয়নপত্র দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।

    অনলাইন ব্যতীত কোনো ভাবেই মনোনয়নপত্র দাখিল করা যাবে না। এসময় কারিগরি যেকোনো সমস্যার জন্য মনোনয়নপত্র দাখিলের শেষদিনের অপেক্ষা না করে আগে ভাগেই অনলাইনে মনোনয়নপত্র দাখিলের জন্য সংশ্লিষ্ট প্রার্থীদের অনুরোধ জানান নির্বাচন কমিশনার । তিনি আরও বলেন, স্বতন্ত্র প্রার্থীর জন্য আড়াইশো জনের যে স্বাক্ষর লাগতো ভোটারের গোপনীযতা রক্ষার স্বার্থে আমরা তা তুলে ফেলেছি । ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় রাজশাহী বিভাগের সব জেলা প্রশাসক, পুলিশ সুপার, রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ