• কৃষি

    আলুর অধিক ফলনের নিশ্চয়তায় বায়ারের ব্যাপক প্রচারণা

      প্রতিনিধি ৭ ডিসেম্বর ২০২১ , ১২:০৯:৩৩ প্রিন্ট সংস্করণ

    উজ্জ্বল আহমেদ -নীলফামারী জেলা প্রতিনিধিঃ

    নীলফামারীতে আলু চাষের সুরক্ষা ও অধিক ফলনের নিশ্চয়তায় বায়ারের সমাধান নিয়ে ভ্রাম্যমাণ প্রচারণা চালাচ্ছে বায়ার ক্রপ সায়েন্স লিমিটেড। আজ নীলফামারী সদরের পঞ্চপুকুর ইউনিয়নের হাইস্কুল মাঠে ভ্রাম্যমাণ এই প্রচারণা দেখতে আলু চাষে উৎসুক শত শত মানুষের ঢল নামে। এই প্রচারণার মূল উদ্দেশ্য চাষীরা আলু চাষে অধিক ফলন পেয়ে যেন লাভবান হয়। বায়ারের মধ্যে অন্যতম ঔষধ হলো এন্ট্রাকল ৭০ ডব্লিউ পি। আলু চাষে আগাছা দমনে বায়ারের এন্ট্রাকল ৭০ ডব্লিউ পি এর জুড়ি নেই।

    আলুর গাছ সুস্থ সবল, সবুজ সতেজ এবং অধিক ফলনের নিশ্চিতায় ১ম স্প্রে এন্ট্রাকল দিলে ভালো হয়। এন্ট্রাকল একর প্রতি ৮০০ গ্রাম অথবা ১০ লিটারে ৪০ গ্রাম দিতে হয় । বায়ারের এই প্রচারণায় উপস্থিত ছিলেন, কৃষিবিদ মোঃ নাজমুল হুদা টেরিটোরি অফিসার, নীলফামারী জেলা।প্রচারণায় লোক দৃষ্টি আকর্ষন করা জন্য বাউল রাছেল হায়দার এর পরিচালনায় বাউল দল ঢাকা গানে গানে মানুষকে বায়ারের বিভিন্ন ঔষধের উপকারীতার কথা তুলে ধরেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ