• রাজনীতি

    আওয়ামী লীগের বর্ধিত সভা

      প্রতিনিধি ১৪ অক্টোবর ২০২৩ , ৯:৩৭:০৯ প্রিন্ট সংস্করণ

    মোঃ মমিনুল ইসলাম মুন-বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি:

    রাজশাহীর তানোরের কামারগাঁ ইউনিয়ন (ইউপি) (উত্তর) আওয়ামী লীগের বর্ধিত সভা আয়োজন করা হয়েছে। জানা গেছে, ১৪ অক্টোবর শনিবার কামারগাঁ ইউপি (উত্তর) আওয়ামী লীগের উদ্যোগে ইউপি আওয়ামী লীগের সম্পাদক নির্মল কুমার সরকারের সঞ্চালনায় ও সভাপতি আলাউদ্দিন আলী প্রামানিকের সভাপতিত্বে মাদারীপুর দলীয় কার্যালয়ে আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।

    অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সহকারী অধ্যাপক মুন্সেফ আলী, কামারগাঁ ইউপি চেয়ারম্যান ফজলে রাব্বি ফরহাদ, তানোর পৌর আওয়ামী লীগের সম্পাদক আবুল বাসার সুজন, বাধাইড় ইউপি আওয়ামী লীগ সভাপতি ও চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা আওয়ামী যুব মহিলা লীগের সভাপতি সাগরিকা ভৌমিক,কামারগাঁ ইউপি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম আগা খাঁন, কামারগাঁ ইউপি যুবলীগের সভাপতি শাফিউল ইসলাম,

    স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহুরুল ইসলাম লিটন, ইউপি সদস্য লুৎফর রহমান, হায়দার আলী ও আব্দুল মজিদপ্রমুখ এছাড়াও ইউপি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সাংগঠনিক নেতাগণ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বলেন, আগামি নির্বাচন হবে চ্যালেন্জিং আমাদের মধ্যকার সকল মতপার্থক্য পরিহার করে আমাদের মতৈক্য পৌঁছাতে হবে। তিনি বলেন, আগামি নির্বাচনে নৌকা যার মাননীয় প্রধানমন্ত্রী তার, নৌকা যার আমরা তার, নৌকা যার ভোট তার, নৌকা প্রতিক ব্যতিত কেউ যদি নিজেকে আওয়ামী লীগ দাবী করে তাহলে তাকে বিতাড়িত করতে হবে। আমরা সবাই মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার লোক আমাদের একটাই পরিচয় আমরা নৌকার কর্মী#

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ