• Uncategorized

    সিরাজগঞ্জের প্রধান সড়কের বেহাল অবস্থা; বৃষ্টি হলেই দুর্ভোগ!

      প্রতিনিধি ১৩ আগস্ট ২০২৩ , ৯:৪৫:৫৮ প্রিন্ট সংস্করণ

    মোঃ মিজানুর রহমান সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

    খালি রিকশা চালিয়ে যাচ্ছিলেন রহিমুূদ্দিন। সড়কের মধ্যে গর্ত দেখে খুব সাবধানে চালিয়ে আসার পরও গর্তের কাদায় আটকে পড়ে রিকশাটি।

    ঠেলে রিকশাটি গর্ত থেকে তুললেও পুরো সড়ক জুড়ে এমন একাধিক গর্তের কারণে বিড়ম্বনায় পড়তে হয় তাকে।
    সিরাজগঞ্জ পৌরসভার এসবি ফজলুল হক রোডে এসে রহিমুদ্দিনের মতো বিড়ম্বনায় পড়তে হয় রিকশা, অটোরিকশা, ইজিবাইক, ট্রাক, কার-মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীদের।

    বৃষ্টি হলে তো কথাই নেই। কাঁদা-পানিতে পুরো সড়ক যেন চাষযোগ্য জমিতে পরিণত হয়।
    তারপরও শহরের গুরুত্বপূর্ণ সড়ক হওয়ায় দুর্ভোগ মাথায় নিয়েই প্রতিদিন শত শত যানবাহন চলাচল করছে।
    জানাযায়, ১৯৯২ সালে কয়েক শ্রেণির মর্যাদা লাভ করা সিরাজগঞ্জ পৌরসভার প্রধান তিনটি সড়কের মধ্যে এসবি ফজলুল হক রোড একটি। নিউ ঢাকা রোডের রেলগেট থেকে যমুনা নদীর জেলখানা ঘাট পর্যন্ত প্রায় ২৩০০ মিটারের এ রুটটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ। ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল, নার্সিং ইনস্টিটিউট, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল, জেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস, বক্ষব্যধি হাসপাতাল, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, সালেহা সরকারি উচ্চ বিদ্যালয়, বিএল সরকারি উচ্চ বিদ্যালয়, জাহান আরা উচ্চ বিদ্যালয়, ইসলামিয়া সরকারি কলেজ, পানি উন্নয়ন বোর্ড, বিএনএসবি চক্ষু হাসপাতাল, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালসহ একাধিক সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে যাতায়াতের অন্যতম সড়ক এটি। প্রতিদিন হাজার হাজার মানুষকে বিভিন্ন কাজে চলাচল করতে হয় এ সড়ক দিয়ে।

    এসবি ফজলুল হক সড়কের গোশালা মণ্ডলপাড়া, গোশালা কালিমন্দির, জাহানারা স্কুল এলাকায় গিয়ে দেখা যায়, পুরো রাস্তার কার্পেটিং উঠে গেছে, সৃষ্টি হয়েছে খানা-খন্দ। এসব খানা-খন্দ কোথাও কোথাও বিশাল গর্তে রূপ নিয়েছে। বৃষ্টির পানিতে গর্তগুলো ভরে গেছে, রয়েছে কাদাও। নানা দুর্ভোগের মধ্য দিয়ে যানবাহন চলছে এ সড়কে।

    কথা হয় ট্রাকচালক রানার সঙ্গে। তিনি বলেন, প্রায় বছর খানেক ধরেই এ সড়কটির বেহাল অবস্থা। অনেক ঝুঁকি নিয়ে রাস্তা দিয়ে চলতে হচ্ছে। মাঝে মধ্যেই দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে।

    ইজিবাইকচালক রাসেল, অটোরিকশাচালক করিম, রিকশাচালক মমিন, সায়েদসহ চালক ও যাত্রীরা সড়কের এমন অবস্থায় ক্ষোভ প্রকাশ করেন।

    তারা বলেন, যেখানে সরকার সারাদেশের রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন করেছে, সেখানে সিরাজগঞ্জ পৌরসভা ব্যতিক্রম। এ রাস্তার অবস্থা দেখে কেউ ভাবতেই পারবে না, প্রথম শ্রেণির পৌরসভার সড়ক এটি।

    সিরাজগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী আব্দুস সালাম মিয়া বলেন, শিগগিরেই সড়কটি সংস্কারের জন্য টেন্ডার ডাকা হবে। এছাড়া সড়কটির উন্নয়নের জন্য বড় একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এস এস রোড কিংবা মুজিব সড়কের মতো প্রশস্তকরণ, ড্রেনেজ ব্যবস্থা, ফুটপাথ নির্মাণ, লাইটিংসহ বিভিন্ন উন্নয়ন করা হবে।

    সিরাজগঞ্জ পৌরসভা মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা বলেন, সিরাজগঞ্জ পৌরসভার বিভিন্ন রাস্তাঘাট ও অবকাঠামো উন্নয়নে জার্মানি কেএফ ডাব্লিউয়ের অর্থায়নে ১৪০ কোটি টাকার প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এ প্রকল্পের প্রথম টেন্ডার হবে এসবি ফজলুল হক রোড। এছাড়া বর্তমানে এ রুটসহ বিভিন্ন রাস্তা সংস্কারের জন্য পৌরসভার নিজস্ব অর্থায়নে ১৪০ কোটি টাকার একটি প্রকল্পের কাজ শিগগিরই শুরু হবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ

    কুমিল্লাতে ডিস্ট্রিক্ট রোটার‍্যাক্ট প্রতিনিধি আলামিন সজীবের জন্মদিন অনুষ্ঠিত

    সলঙ্গায় বিট পুলিশিং বিষয়ক মতবিনিময় সভা

    গাইবান্ধার পলাশবাড়ীতে বজ্রপাতে চার ইট ভাটা শ্রমিকসহ ৫ জনের মৃত্যু। সাগর আহম্মেদ পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার সীমান্তবর্তী রংপুরের পীরগঞ্জ উপজেলার শোলাগাড়ি এলাকায় ইটভাটায় কাজ করার সময় বজ্রপাতে ৪ ইটভাটা শ্রমিকসহ ৫ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ অক্টোবর) বিকেল ৩ টার দিকে বকুল মিয়ার মালিকানাধীন বিইবি ইট ভাটায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, পাশের সাদুল্লাপুর উপজেলার কাবিলপুর সোনাতলা গ্রামের আ: জলিল মিয়া (৬০), চকনদী গ্রামের নাজমুল ইসলাম (২২), একই গ্রামের সিয়াম মিয়া (২০), শাহাদত (২২), রশিদুল ইসলাম (২৮)। এরমধ্যে আ: জলিল ভাটা এলাকায় ঘাস কাটতে যান। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে ইটভাটায় ইট পরিবহন কাজ করছিলেন শ্রমিকরা। বিকেলে বৃষ্টি শুরু হলে ভাটার পাশের টিনের একটি ছাপড়ার নিচে শ্রমিকরা আশ্রয় নেন। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলে ৪ জন ও হাসপাতালে নেওয়ার পথে আরো ১ জনসহ পাঁচজন নিহত হন। ইটভাটা ম্যানেজার রবিউল ইসলাম নিহত পাঁচজনের পরিচয় নিশ্চিত করেছেন। পীরগঞ্জ থানার উপপরিদর্শক ( এসআই) নুর আলম বজ্রপাতে ৫ জন নিহতেরর বিষয়টি নিশ্চিত করেছেন।

    মুন্সীগঞ্জে আবাসিক এলাকার ভবনে অগ্নিকান্ড!লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

    লোহাগড়া থানা পুলিশের অভিযানে ৫০ পিচ ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী আটক

    সুজানগরে দূর্গাপুর বাইতুল আকবর জামে মসজিদের উদ্বোধন করেন-শাহীনুজ্জামান