• শিক্ষা

    ৪০ তম বিসিএস শিক্ষা ক্যাডার (সুপারিশপ্রাপ্ত) প্রথম হয়েছেন নূর ইশরাত জাহান তাজিন।

      প্রতিনিধি ৯ আগস্ট ২০২২ , ৬:১১:৪৫ প্রিন্ট সংস্করণ

    বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করে মেডিকেল ভর্তির জন্য প্রস্তুতি নেন। পরে মেডিকেলে চান্স পায়নি। অনেকটাই নিরাশ হয়ে যান। পড়াশোনার করবেন না বলেই সিদ্ধান্ত নেন। হতাশা থেকে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দেননি। বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ অনার্স ও মাষ্টার্স শেষ করেন। মজার ব্যাপার হচ্ছে টিউশনি করেছেন, ফ্রিল্যান্সিং করেছেন একসময় সিরিয়াসলি পড়াশোনা করেছেন।

    আমার দেশের নারীরা এমনি। তাঁরা এগিয়ে যাচ্ছে নিজের মেধা আর মননে। কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে নয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেও কোনো মেয়ে বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম হতে পারেন। বোনটি দেখিয়ে দিলেন। কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার শ্লোকের মতো বলতে হয়,’আমি উথ্থান, আমি পতন, আমি অচেতন-চিতে চেতন,আমি বিশ্ব-তোরণে বৈজয়ন্তী, মানব-বিজয়-কেতন।’

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ