• সাহিত্যে

    ‘কষ্ট’ শাহনেওয়াজ শাহ্

      প্রতিনিধি ২৭ মে ২০২২ , ৪:৪৮:৩৬ প্রিন্ট সংস্করণ

    কষ্ট
    শাহনেওয়াজ শাহ্

    কি নির্মম! কি কষ্ট!
    যখন বুঝতে পারি প্রিয়জনগুলো প্রয়োজন ছিল।
    প্রয়োজনের তাগিদে তারা সম্পর্ক রেখেছিল!
    যখন আপন মানুষগুলো বিশ্বাসঘাতকতা করে
    কাছের মানুষগুলো কাছে টেনে নিয়ে ছিটকে মারে।

    কতইনা কষ্ট লাগে!
    প্রিয় মানুষগুলো ভুল বুঝিলে।
    কেউ মিথ্যা অপবাদ অপপ্রচার করিলে
    সরল মানুষগুলো গুটির প্যাঁচে পরিলে।

    কতইনা কষ্ট লাগে!
    যখন বিচারক অবিচার করে।
    সাক্ষী মিথ্যা সাক্ষ্য দেয়
    বিনা অপরাধে কেউ কারাবন্দী থাকে।

    কতইনা কষ্ট লাগে!
    আমার প্রতিনিধি আমার বিরোধীতা করিলে।
    বন্ধু বলে জানা লোকটি শত্রুতা করিলে
    অপরাধ না করে তার সাজা পেলে কতইনা কষ্ট লাগে!