• Uncategorized

    -মেঘলা দিনে একাকী-লেখকঃ শিহাব আহম্মেদ

      প্রতিনিধি ৩ অক্টোবর ২০২০ , ৬:০৫:৩৭ প্রিন্ট সংস্করণ

    কবিতাঃ-মেঘলা দিনে একাকী
    লেখকঃ শিহাব আহম্মেদ

    আকাশের ক্যাম্পাসে জমেছে কালো মেঘ
    দারুম দুরুম বজ্রপাত নেমেছে ভয়ঙ্কর বেগ!
    বেদনার নীল ক্ষেতে গজিয়ে আছে যে গল্প,
    স্মৃতির বিল থেকে অশ্রু পড়ছে যেনো অল্প!

    ফসলের মাঠ কানায় কানায় পানিতে পূর্ণ
    হৃদয়ের সীমানা বেদনার আঘাতে যে চূর্ণ!
    এই দিনে কে শুনবে কৃষাণীর জমাট গল্প,
    এই দুনিয়ায় ব্যস্ত সবাই নিজকে নিয়ে কল্প!

    জানা অজানার বৃষ্টি ভেজা শরৎ মেলায়
    অযথা কত অলস সময় কেটেছে হেলায়!
    বুকের নদীর কত ঢেউ কেউ দেখেনি রে,
    মনের সীমান্তে কত কষ্ট কেউ জানেনা রে!

    ভুল করেও কেউ জানালায় টুকা দেয়নি,
    কৃষাণীর লাল- কালো কষ্টগুলো দেখেনি!
    একাকিনীর যন্ত্রণারা হাউমাউ করে উঠে,
    বিলাপের শহরে কষ্টেরা রাজত্ব শুরু করে!

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ