• Uncategorized

    নোয়াখালীতে সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে সিরাজদিখানে মানববন্ধন ও প্রতিবাদ সভা

      প্রতিনিধি ২৩ ফেব্রুয়ারি ২০২১ , ৯:০২:৫২ প্রিন্ট সংস্করণ

    নোয়াখালীতে সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে সিরাজদিখানে মানববন্ধন ও প্রতিবাদ সভা।

    রাজনৈতিক প্রতিহিংসার শিকার অনলাইন নিউজ পোর্টাল বার্তাবাজারের নোয়াখালী প্রতিনিধি বুরহান উদ্দিন মুজাক্কিরকে নির্মম ভাবে গুলি করে হত্যায় ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে সারা দেশের ন্যায় মুন্সীগঞ্জের সিরাজদিখানেও মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে। অনলাইন নিউজ পোর্টাল বার্তাবাজারের সিরাজদিখান প্রতিনিধি মো. মিজানুর রহমানের আয়োজনে মঙ্গলবার ২৩ ফেব্রুয়ারী সকাল ১০ টায় সিরাজদিখান প্রেসক্লাবের সামনে ঘন্টা ব্যাপী মানববন্ধন শেষে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সিরাজদিখান প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ উদ্দিন বাবুলের সভাপতিত্ব উক্ত সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুজ্জামান পনির, কাজী নজরুল ইসলাম বাবুলসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। এসময় সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরকে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানানো হয়। এছাড়া সাংবাদিক হত্যার মামলাটি যাতে প্রভাব মূক্ত নিরপেক্ষ তদন্ত পূর্বক সুবিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট উর্ধতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সিরাজদিখান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাবেদুর রহমান যোবায়ের, সিনিয়র যুগ্ন সম্পাদক মো. নাছির উদ্দীন, যুগ্ন সম্পাদক সালাউদ্দিন সালমান, সাংগঠনিক সম্পাদক রিয়াজ মাহমুদ মান্নান, দপ্তর সম্পাদক আজাদ বীন নাদভী, সদস্য মোহাম্মদ রোমান হাওলাদার, ইসমাঈল খন্দকার, আরিফ হোসেন হারিছ, সাংবাদিক আহসানুল ইসলাম আমিনসহ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ