• Uncategorized

    “কবিতাঃ- দিনশেষে একাকী”-লেখকঃ শিহাব আহম্মেদ

      প্রতিনিধি ৫ অক্টোবর ২০২০ , ৮:১১:০২ প্রিন্ট সংস্করণ

    “কবিতাঃ- দিনশেষে একাকী”
    লেখকঃ শিহাব আহম্মেদ

    চারপাশে এতো শত মানুষ ভীড় করে,
    তারপরেও দিনশেষে ভীষণ একা লাগে
    সত্যি বলছি খুব বেশি একা লাগে,
    দিনের আলো ফুরিয়ে যখন গোধূলি নামে।

    নেমে আসে যেনো মস্তিষ্ক জুড়ে দুশ্চিন্তা
    তখন নিজের একাকীত্ব খুব করে বাড়ে!
    একজন কাছের মানুষ পাশে থেকেও,
    ভিতরের হাহাকার কখনো টের পায়না।

    রাত যত গভীর বেদনারা উঁকি মেরে উঠে
    অদ্ভুত যত ভাবনারা এসে হানা দেয় মনে,
    নিঃশ্বাস কথা বলে বড় বড় নিঃশ্বাস ফেলে,
    যেনো কষ্টের পাহাড় বরফ হয়ে গলে পড়ে।

    হৃদয়ের উষ্ণতায় কল্পনার মায়াবীরা জাগে
    কালো মেঘের মতো হৃদপিন্ডে গর্জন  করে,
    লেগে থাকে যেনো যন্ত্রণার চুম্বন আলিঙ্গনে
    নিভে যাওয়া তারকার অন্ধকারের আলোয়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ