• শিক্ষা

    সিরাজগঞ্জের এই মেয়েটা কি মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েও পরতে পারবে না?

      প্রতিনিধি ৯ এপ্রিল ২০২২ , ৭:১৭:০৩ প্রিন্ট সংস্করণ

    সাধনা রানি টাঙ্গাইলের শেখ হাসিনা মেডিকেল কলেজে ভর্তি হওয়ার যোগ্যতা অর্জন করেছেন সাধনা। আর্থিক টানাপোড়েন ও নানা সমস্যার মধ্যেও পড়াশোনায় থেমে যাননি সাধনা। সব স্তরের পাবলিক পরীক্ষায় পেয়েছেন জিপিএ–৫। ধামাইনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণিতে জিপিএ-৫ ও মেধাবৃত্তি পান সাধনা। তাড়াশ উপজেলার বিষমডাঙা গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ ও সাধারণ বিভাগে বৃত্তি পান তিনি।

    একই প্রতিষ্ঠান থেকে এসএসসিতে পান জিপিএ-৫। সাফল্যের এ ধারাবাহিকতা ধরে রাখেন এইচএসসিতেও। উল্লাপাড়া বিজ্ঞান কলেজ থেকে ২০২১ সালের এইচএসসি পরীক্ষায় পান জিপিএ-৫।সাধনাদের বাড়ি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের ধলজান গ্রামে। দয়া করে সাধনা আপুর ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণে মানবিক মানুষের এগিয়ে আসবেন। ইনশাআল্লাহ

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ