• Uncategorized

    পটুয়াখালীর গলাচিপায় প্রতিপক্ষের হামলায় ঘর ভেঙ্গে তছনছ,থানায় অভিযোগ।

      প্রতিনিধি ৭ জুলাই ২০২০ , ৪:৪৯:৩২ প্রিন্ট সংস্করণ

    মু,হেলাল আহম্মেদ(রিপন)-পটুয়াখালী জেলা  প্রতিনিধিঃ

    পটুয়াখালীর গলাচিপায় ঘর ভেঙ্গে ফেলেছে প্রতিপক্ষরা। ঘটনাটি ঘটেছে উপজেলার পানপট্টি ইউনিয়নের পানপট্টি সেন্টার বাজার ২নং ওয়ার্ডের কোকাইতবক গ্রামে। আঃ ছালাম আকন বলেন, গত ৩ জুলাই শুক্রবার দুপুর আনুমানিক ২টার দিকে আমাদের একই এলাকার দেলোয়ার মুন্সির নের্তৃত্বে ১২/১৩ জন লোক একত্রিত হয়ে আমাদের উঠানো ঘর ভেঙ্গে খালের মধ্যে ফেলে দেয়। বিষয়টি আমরা ইউপি সদস্য কামাল মেম্বারকে জানিয়েছি।

    এ বিষয়ে মো. মতিউর রহমান বলেন, আমার মায়ের রেকর্ডীয় সম্পত্তিতে আমরা ঘর তুলি। আমাদের একই এলাকার দেলোয়ার মুন্সি, মাহমুদ মুন্সি, বাদল, হাফিজুর, ইমরান, সোহেল, রাব্বি, জুয়েল, ফজলে রহমান, খালিদ ও মাহাবুব এরা একত্রিত হয়ে বগি ছেনা দিয়ে কুপিয়ে আমাদের ঘরটি ভেঙ্গে খালের মধ্যে ফেলে দেয়। তিনি আরও বলেন, দেলোয়ার মুন্সি আমাদের ঘরটি ভাঙ্গার সময় আমাদেরকে তারা ভয়ভীতি দেখিয়ে ঐ জায়গায় গেলে মেরে ফেলার হুমকি দেয়।

    আমার জমির বিবরণ মৌজা- উত্তর পানপট্টি, জে.এল নং- ১২২, খতিয়ান নং- ৬৮, দাগ নং- ১৩৯১, ১৪১২, ১৩৬২, ১৩৬৩, ১৩৬৫, ১৩৬৬, ১৩৬৯ সহ আরও অনেক দাগ আছে। জমির পরিমান ২ একর ৩৮ শতাংশ। বিষয়টি আমরা ইউপি চেয়ারম্যানকে জানিয়েছি। এ বিষয়ে দেলোয়ার মুন্সির কাছে মুঠো ফোনে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান। ইউপি সদস্য মো. কামাল মিয়া ঘটনার সত্যতা স্বীকার করেন। এ বিষয়ে আঃ ছালাম আকন বাদী হয়ে মঙ্গলবার গলাচিপা থানায় লিখিত অভিযোগ করবেন বলে জানান। আমি এর সঠিক বিচার চাই।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ