• সাহিত্যে

    ‘স্বপ্ন আকাশ’ কলমেঃ প্রণব মন্ডল

      প্রতিনিধি ১৯ এপ্রিল ২০২২ , ২:৩২:৫৩ প্রিন্ট সংস্করণ

    কবিতা-স্বপ্ন আকাশ
    কলমেঃ প্রণব মন্ডল

    স্বপ্ন দেখায় স্বপ্ন দেখি কত রঙ্গিন ছবি আঁকি,
    মন তখন চায় কি যে করি হাজার বছর বেচে থাকি।
    আসল নকল বিভেদ ভূলে মন হেলে দূলে ছুটে চলে,
    কল্পনাতে মন উড়ে উড়ে দিনের পর দিন ছুটে চলে।
    দিন গড়িয়ে সন্ধ্যা হলে মন পাখিটা তারেই খোঁজে,
    হঠাৎ কোন সাজ সকালে সুর যেন তার গেলো উল্টে;
    স্বপ্ন নিয়ে ভাবতে থাকি স্বপ্ন ভাঙ্গলে কন্ঠে কাঁদি ।
    আরও কত কি যে দেখতে বাকি ,
    মন চায় আরও কয়টা দিন ও বেঁচে থাকি।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ