• Uncategorized

    হিজলায় মা ইলিশ শিকারের অপরাধে ১৬ জেলেকে ১ বছর করে কারাদণ্ড

      প্রতিনিধি ১২ অক্টোবর ২০২২ , ৩:০৫:০৯ প্রিন্ট সংস্করণ

    আঃ কাদের কারিমী -বরিশাল জেলা প্রতিনিধি –

    গত ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন মা ইলিশ শিকারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে ইলিশ মাছ ধরার অপরাধে আটক ১৬ জেলেকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার (১২ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় দণ্ডপ্রাপ্ত জেলেদের বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।দন্ডপ্রাপ্ত আসামীরা হলো -আব্দুর রহমান, আলমগীর সরদার, নিজাম হাওলাদার, শাহাবউদ্দিন হাওলাদার, জাকির হোসেন বেপারী, ইসমাইল সরদার, হুমায়ন কবির, নাসির দর্জি, নুরনবী বেপারী, দিদার হোসেন আকন, মহসিন সিকদার, সুজন হাওলাদার, নোমান রাঢ়ী, বিপ্লব মাঝি, আবু ছায়েদ মাল ও রিয়াজ বেপারী।হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাওলাদার বলেন, ‌‘মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নের অংশ হিসেবে মঙ্গলবার বিকাল থেকে রাত ১২টা পর্যন্ত মেঘনা এবং এর শাখা নদীতে অভিযান চালিয়ে ১৯ জেলেকে আটক করা হয়। তাদের আটককালে ২২ লাখ মিটার জাল ও ১২০ কেজি ইলিশ উদ্ধার করা হয়েছে। আজ সকালে ১৬ জেলেকে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়।তিন জেলের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। মামলার বাদী হয়েছেন হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক বিকাশ চন্দ্র দে। উদ্ধারকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস এবং হতদরিদ্রদের ইলিশ বিতরণ করা হয়েছে বলেও জানান ইউএনও।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ