• Uncategorized

    মৌলভীবাজার জেলার সাংস্কৃতিক জগতের উজ্জ্বল তারকা মিজা সামছ সালেকিন রানা চির বিদায় নিলেন।

      প্রতিনিধি ১৪ ফেব্রুয়ারি ২০২১ , ৫:৩৯:২৬ প্রিন্ট সংস্করণ

    মৌলভীবাজার জেলা সদর উপজেলার ৭ নং চাঁদনীঘাট ইউনিয়নের মাতারকাপন বেগের বাড়ীর মিজা সামছ সালেকিন রানা মৌলভীবাজার জেলা বাসির সাংস্কৃতিক জগতের উজ্জ্বল তারকা না ফেরার দেশে চলেগেলেন,আজ ১৪/২/২১ তারিখ সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্তায় শেষ নিশ্বাস ত্যাগ করে,মৌলভীবাজার বাসির সাংস্কৃতিক জগতের উজ্জ্বল তারকা চলে যাওয়াতে মৌলভীবাজার সাংস্কৃতিক জগতে সুখের চোয়া লেগেছে,উনি কমজীবনে বেশির ভাগ জীবন বীমায় কাজ করে গেছেন।রানা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পির মৌলভীবাজার জেলা সাংস্কৃতিক অনুষ্ঠানের উজ্জ্বল দৃষ্টান,উনি জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠন জাসাস এর প্রতিষ্ঠা কালিন সদস্য, ও মৌলভীবাজার জেলার দুইবারের জাসাস সভাপতি, রানা চলে যাওয়ায় বি এন পির সকলের কাছে এক সুখ নিয়ে গেছে,জাসাস,ও জিসাস এর সাবেক সব নেতারা উনার প্রতি গভীর শ্রদ্ধা জানান। সাবেক জাসাস সহসভাপতি কামরুজ্জামান চৌধুরী বলেন রানা ভাইর সাথে অনেক প্রোগ্রাম করেছি তাই উনাকে ভুলতে পারবো না,আগামি কাল উনার জানাযা সকাল ১১ টায় উনি যে একজন ভালো মানুষ ছিলেন তার প্রমান মিলবে।মৌলভীবাজার জেলার সাবেক জিসাস সভাপতি দেলোয়ার হোসেন তরফদার বলেন রানাভাই আমাদের বড়ভাই টিক তবে আমরা একি সাথে ১৯৯৩ ইংরেজী থেকে উনার কারনে সাংস্কৃতিক জগতে আসি এবং দীর্ঘদিন পর্যন্ত উনার সাথে রাজনীতি, রানা ভাইর ইন্তেকাল করছেন শুনে আমরা শোকাহত, উনার আত্তার মাগফিরাত কামনা করি,শোকাবহ প রিবারের প্রতি স্মবেদনা।রানার জানাযার নামাজ আগামী কাল সকাল ১১ ঘটিকায় উনার নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ