• Uncategorized

    হিজলায় নদী ভাঙন রোধে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ডাম্পিং

      প্রতিনিধি ৮ জুলাই ২০২৩ , ১২:২৪:২৬ প্রিন্ট সংস্করণ

    আঃ কাদের কারিমী বরিশাল জেলা প্রতিনিধি

    বরিশাল জেলার হিজলা উপজেলায় নদী ভাঙন রোধে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ডাম্পিং ব্যবস্থা করা হয়েছে।

    বেশ কয়েক বছর যাবত হিজলা উপজেলার বিভিন্ন অঞ্চল নদী ভাঙনের কারনে হিজলার মানচিত্র ক্রমান্বয়ে ছোট হয়ে আসছে। নদী ভাঙন এলাকার মধ্য থেকে অন্যতম হলো বড়জালিয়া ইউনিয়নের বাউশিয়া গ্রাম,পুরাতন হিজলা,হরিনাথপুর ইউনিয়ন এবং হিজলা গৌরব্দী ইউনিয়নের বিভিন্ন এলাকা।

    এ ছাড়া আরও অনেক এলাকাই নদী ভাঙনের ঝুকির মধ্যে রয়েছে। বর্ষাকালে নদী ভাঙনের ঝুঁকি অনেকটাই বেশি থাকে অন্য সময় অনেকটা কম।

    এরেই মধ্যে নদীর গর্ভে চলে গেছে কয়েকটা গ্রাম, দোকান পাট,সরকারি প্রাথমিক বিদ্যালয়,মসজিদ, বসতবাড়ি সহ অনেক সয় সম্পত্তি। নিজের শেষ সম্বলটুকু হারিয়ে অনেকে হয়েছে অসহায়।

    তাই হিজলার মানচিত্র রক্ষা করার লক্ষ্যে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ডাম্পিং ব্যবস্থা করা হয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ