• Uncategorized

    পূর্বধলায় ওয়ার্ল্ড ভিশন এর উদ্যোগে কৃষক মাঠ দিবস পালিত

      প্রতিনিধি ২৯ নভেম্বর ২০২২ , ৫:১৬:৩০ প্রিন্ট সংস্করণ

    পূর্বধলা উপজেলা প্রতিনিধিঃ পূর্বধলা উপজেলার হোগলা ইউনিয়ন এর জামিরাকান্দ গ্রামে গত ২৪/১১/২০২২ রোজ বৃহস্পতিবার সকাল ১১ টায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পূর্বধলা এপির কাজের অংশ হিসেবে কৃষক মাঠ দিবস পালিত হয়েছে।

    গত ২৪/১১১/২০২২ রোজ বৃহস্পতিবার সকালে তারা জামিরাকান্দ গ্রামের ৫০জন কৃষকদের সাথে নিয়ে এমন সুন্দর একটি কাজ পরিচালনা করে।সেখানে ৫০ জন কৃষক কে Zinc Fortifide Rice-72 প্রদান করেছিলেন। এগুলো কৃষকরা মাঠে ফসল ফলিয়েছেন।
    এসময় উপস্থিত ছিলেন হোগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব সিরাজুল ইসলাম আকন্দ খোকন, প্রশান্ত নাফাক সিনিয়র ম্যানাজার নান্দাইল এসিও,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। প্রোগ্রাম অফিসার মানসি মোদক টুকলি, হাফিজুল হক সোহাগ, তন্ময় সাংমা,বাবলি রংমা সহ কৃষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    এসময় ওয়ার্ল্ড ভিশন এর কর্মকর্তারা বলেন অন্যান্য ধানের চাইতে এই ধানটা উপকারী কারন এক সাথে জিংক পাচ্ছেন কৃষকরা।তাই জিংক এর ঘাটতি পূরন হবে।

    এসময়ে এক কৃষক বলেন এই ধান করে ভালো ফলন হয়েছে, আমরা এগুলোর বিজ রাখবো এবং এগুলো সামনে আবার রূপন করবো। ওয়ার্ল্ড ভিশনকে ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ