• আইন ও আদালত

    হরিপুরের শিশু অপহরণের পলাতক আসামি পাবনা ঈশ্বরদীতে আটক।

      প্রতিনিধি ২২ ফেব্রুয়ারি ২০২২ , ৪:১৫:৫৩ প্রিন্ট সংস্করণ

    মোঃ রাবু সরকার-হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

    ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলা ১ নং গেদুরা ইউনিয়নের আটঘরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে গত (১৬-১২-২০২১ ইং) বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে আসার পথে মোঃ মনজুর আলমের,(৪৫) ছেলে মোঃ মাহির আশহাব( মুঈন) ১০ বছরের শিশু অপহরণের শিকার হয়। মুঈন রাত টার দিকে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে সনিবুল্লাহর বাড়ির নিকটে পৌঁছালে আসামি মোঃ ফিরোজ পিতাঃ বাচান ও মোঃ সাব্বির পিতাঃ সলিফ উভয়ের সাং গেদুরা কিসমত( উত্তর আটঘরিয়া) মাহির আটক করে মুখে রুমাল ও হাত-পা বেঁধে উত্তরে ফেডারেশন পাশে গভীর নলকূপের পাশে নিয়ে যায়।মাহিরের নিকট তার পিতার মোবাইলের ফোন নাম্বার চায় এবং (২,০০.০০০) দুই লক্ষ নিয়ে আসার জন্য বলে, নচেৎ তোকে মেরে মাটিতে পুঁতে ফেলবো বলে ভয় দেখায়। শিশু মাহির ভয়ে কিছু বলতে না পারে তাকে বেধড়ক মারপিট করে রাত্রি ১০ টার দিকে অজ্ঞাত স্থানে ফেলে পালিয়ে যায়। ঐ পথ দিয়ে যাওয়ার সময় কামাল পিতাঃ মমতাজ ও সাজু পিতাঃ সুলতান শিশু মাহিরের হাত পা বাঁধা সোঁ -সোঁ শব্দ শুনতে পায়। তখন তারা কাছে গিয়ে দেখে একটি শিশু তক্ষুনি চিৎকার দিয়ে লোক ডাকে,লোকজন সমাগম হলে শিশু টিকে উদ্ধার করে তার কাছে বিস্তারিত জানতে পারে। অপহরণের বিষয়টি সবাই জেনে যায় এবং আটঘরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানে কামাল ও সাজু কে দেখতে পেয়ে লোকজন তাদেরকে আটক করে। আসামি পক্ষের লোকজন বেশি হওয়ার ফলে তারা পালিয়ে যায়। ঐ দিন রাতেই শিশুটির বাবা মুন্জুর আলম নারী শিশু অপহরণের ৬ জনের নামে ও আরো অজ্ঞাত ৫/৬ নামে এজাহার করেন। যাহার মামলা নং – ৪/১৫২,অন্যান্য আসামি গ্রেফতার হলেও ১নং আসামিকে পলাতক থাকায় গ্রেফতার করা সম্ভব হয়নি। গোপন সংবাদ ভিত্তিতে ও ডিজিটাল প্রযুক্তির ব্যবহার করে, আসামি ফিরোজের অবস্থান নিশ্চিত হয়ে হরিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ঠাকুরগাঁও পুলিশ সুপার মহোদয়কে ও এস পি সার্কেল পীরগন্জ কে অবহিত করেন। ঠাকুরগাঁও পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর আলম ও এ এস পি মোঃ আহসান হাবীব নির্দেশনায় হরিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তার তত্বাবধানে ১৯-২-২০২২ তারিখে এস আই আবু ঈসা নেতৃত্ব একটি চৌকস দল অপহরণের আসামি কে গ্রেফতার উদ্দেশ্য পাবনা ঈশ্বরদীতে প্রেরণ করেন। এস আই আবু ঈসা নেতৃত্বে ঈশ্বরদী পুলিশের সহায়তায় সফল ভাবে অভিযান পরিচালনা করে গ্রেফতার করতে সক্ষম হন, এবং গ্রেফতার কৃত আসামি কে হরিপুর থানা নিয়ে আসে এবং ( ২০-২-২০২২) তারিখে ঠাকুরগাঁও কোর্টে সোর্পদ্দ করা হয়।
    গ্রেফতারে পর বাদী পক্ষের লোকজনের দাবী আইনের আওতায় যেন অপহরণ কারীর শাস্তি হয়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ