• আইন ও আদালত

    স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে সংঘর্ষ-গ্রেফতার ১৭

      প্রতিনিধি ১৭ মার্চ ২০২৩ , ১০:৪৮:৫০ প্রিন্ট সংস্করণ

    কুমিল্লা জেলা প্রতিনিধি:

    কুমিল্লার দেবীদ্বারে স্কুলছাত্রীকে যৌনহয়রানির অভিযোগে সংঘর্ষের ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। মামলা দায়েরের পর থেকে এলাকায় পুরুষ শূন্য হয়ে পড়েছে। ঘটনার পর থেকে স্কুলটিতেও উপস্থিত হয়নি কোনো শিক্ষার্থীরা স্থানীয়রা জানান, ঘটনার তিনদিন অতিবাহিত হলেও পুলিশের অব্যাহত অভিযানে এলাকার সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা আতঙ্কে রয়েছেন। জুমার নামাজেও মুসল্লিদের উপস্থিতি কম ছিল। স্থানীয় মাশিকাড়া বাজারে দোকানপাট খুলেনি ব্যবসায়ীরা। বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত মাশিকাড়া উচ্চ বিদ্যালয় এলাকায় সংঘর্ষের পর থেকে মাশিকাড়া, শালতলা, পদ্মকোটসহ আশপাশের কয়েকটি গ্রামে আতঙ্ক বিরাজ করছে।

    নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযুক্ত প্রধান শিক্ষককে আসামি করে ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা শফি উল্ল্যাহ একটি মামলা দায়ের করেন। ওই মামলায় পুলিশ তাকে গ্রেফতার দেখান। পুলিশের ওপর হামলার ঘটনায় ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০০ জনকে আসামি আরেকটি মামলা করে দেবীদ্বার থানার উপ-পরিদর্শক (এসআই) মুক্তার আহমেদ মলি। শুক্রবার বিকেল পর্যন্ত ১৭ জনকে গ্রেফতার করা হয়।
    গ্রেফতাররা হলেন- মাশিকাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো মোকতল হোসেন, শাকতলা গ্রামের ডাক্তার বশির আহাম্মেদ ভূঁইয়ার ছেলে লুৎফুর কবির ভূঁইয়া সোহাগ (৩১), আবুল কালাম আজাদ ভূঁইয়ার ছেলে মনিরুজ্জামান ভূঁইয়া প্রকাশ জামান ডাক্তার (৪৮),

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ