• আইন ও আদালত

    নড়াইলে ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

      প্রতিনিধি ৬ মে ২০২৪ , ৫:৩২:৪৯ প্রিন্ট সংস্করণ

    মো.মাহাফুজুর রহমান-নড়াইল জেলা প্রতিনিধি:

    নড়াইলের লোহাগড়া থানা পুলিশের অভিযানে ডাকাতি মামলার (পাঁচ) বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ (পাঁচ)হাজার টাকা জরিমানা অনাদায় আরো ০১ (এক) বছরের সশ্রম কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামি মো.সালাম সরদার কে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ।বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায়।
    সোমবার (৬ মে) রাত ১:৩০ ঘটিকার সময় তাকে নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের ইতনা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃত,মো.সালাম সরদার লোহাগড়া থানার ইতনা গ্রামের মৃত ছামাদ সরদারের ছেলে।গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায়ের তত্ত্ববোধনে এস আই (নি:) সুজিত সরকার সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে লোহাগড়া থানাধীন ইতনা গ্রাম থেকে মো.সালাম সরদার কে গ্রেফতার করে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহা.মেহেদী হাসানের সার্বিক দিকনির্দেশনায় ওয়ারেন্ট তামিলে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ