• রংপুর বিভাগ

    সুন্দরগঞ্জে নদী শাসনের ব্লক নির্মাণে বিভিন্ন অনিয়ম

      প্রতিনিধি ৭ ফেব্রুয়ারি ২০২২ , ৭:২৮:২৬ প্রিন্ট সংস্করণ

    বিদ্যুৎ চন্দ্র বর্মন-স্টাফ রিপোর্টারঃ

    পাঁচপীর -চিলমারী তিস্তা ব্রীজ প্রকল্পে নিম্নমানের সামগ্রী দিয়ে নদী শাসনের কাজ করা হচ্ছে। ব্লক নির্মাণের জন্য নির্ধারিত মানের উপকরণ ব্যবহার না করেই জাঁকজমকপূর্ণ অনিয়ম চালাচ্ছে। ঠিকাদারগন অতি মুনাফার জন্য নিকটবর্তী হরিপুর খেয়াঘাটের চরের বালু দিয়ে ব্লক নির্মাণের কাজ চালাচ্ছে। ব্লক বানানো হয়েছে নিন্মমানের নির্মাণ সামগ্রী দিয়ে। যেখানে এই কাজের জন্য সর্বনিম্ন ১.৫ এফ এম গ্ৰেডের বালি ব্যবহারের শর্তাবলী রয়েছে। মিক্সড রেশিও 1:3:6 সবসময় ঠিক রেখে তার কাজ করছে না।

    এলাকাবাসীর মতামত কিছু অসাধু লোক এই দুর্নীতির সাথে হাত মিলিয়েছে। তারা আসলে সুন্দরগঞ্জে উন্নয়ন না চেয়ে নিজের পকেটের উন্নয়ন নিয়ে বেশ ব্যস্ত । সুন্দরগঞ্জবাসীর এই দীর্ঘ দিনের সংগ্রাম, আন্দলন, পরিশ্রম, সাধনা এই প্রভাবশালী অসাধু ঠিকাদার ভোগ করে নিচ্ছে।নিন্মমানের ব্লক বানানো হচ্ছে নদী শাসনের কাজের জন্য। যা সরকারের কোটি কোটি টাকা অপচয় মাত্র ।তাই সমাজের সচেতন মহল প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে এই কাজের একটা সরজমিনে গিয়ে দেখতে আর এই দূর্নীতি অনিয়মের পরিচালক চাইনিজ ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ