• রংপুর বিভাগ

    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

      প্রতিনিধি ৯ এপ্রিল ২০২৩ , ৮:৫২:৫৮ প্রিন্ট সংস্করণ

    নীলফামারী প্রতিনিধি:

    ৯ই এপ্রিল রবিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নীলফামারী জেলার পরিদর্শক মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে সকাল ৮টায় একটি অভিযানকারী দল সকাল নীলফামারী জেলার সৈয়দপুর থানাধীন কামারপুকুর নামক স্থানে ইনতেফা বালাইনাশক অফিসের সামনে রংপুর-সৈয়দপুর মহাসড়কের ওপর খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা ঠাকুরগাও গামী শান্তি পরিবহন যার নাম্বার ঢাকা মেট্রো-ব-১৪-৭১৬৯ যাত্রীবাহী বাস তল্লাশী করে মাদক ব্যবসায়ী মোঃ মামুন (৩৫) পিতা-মোঃ মনজু, মাতা- মোছাঃ কাঞ্চন, সাং-ধামগড়, ডাকঘর- ১নং ঢাকেশ্বরী, থানা- বন্দর, জেলা- নারায়নগঞ্জ নিজ হেফাজতে রক্ষিত একটি শপিং ব্যাগে প্লাস্টিক ও স্কচটেপ দ্বারা মোড়ানো গাজার ২টি পোটলা যার মোট ওজন ০২ (দুই) কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। একই স্থানে সকাল ৯ টায় চট্টগাম থেকে ছেড়ে আসা পঞ্চগড় গামী হানিফ পরিবহন নাম্বার ঢাকা মেট্রো ব- ১৫-২৯৬৬ যাত্রীবাহী বাস তল্লাশী করে আসামী পিন্টু বর্মন (২০) পিতা-সুকোমল বর্মন, মাতা- জোসনা রানী,

    সাং-আমলাহার, ১নং অলইসালশিড়ি ইউপি, থানা- বোদা, জেলা- পঞ্চগড় এর হেফাজতে রক্ষিত একটি ট্রাভেল ব্যাগের ভিতর প্লাস্টিক ও স্কচটেপ দ্বারা মোড়ানো কালো পলিথিন ব্যাগে ০৫ (পাঁচ) টি গাঁজার পোটলা, ওজন ১০ কেজি ৩২৫ গ্রাম (দশ কেজি তিনশত পঁচিশ গ্রাম (পলিথিনসহ) গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত আলামতের আনুমানিক মূল্য ৪,৮০০০০/- (চার লক্ষ) টাকা। অতপর পরিদর্শক মো: শফিকুল ইসলাম এবং উপ-পরিদর্শক জায়েদ আল জাফরী বাদী হয়ে আসামীদ্বয়ের বিরুদ্ধে সৈয়দপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথকভাবে ২টি নিয়মিত মামলা দায়ের করেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ