• রাজশাহী বিভাগ

    সুজানগর পৌরসভায় মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

      প্রতিনিধি ৩ মার্চ ২০২২ , ১২:২৯:২৫ প্রিন্ট সংস্করণ

    এম মনিরুজ্জামান, পাবনা:

    সুজানগর পৌরসভার আয়োজনে, মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও বীরত্বগাঁথা “মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান” সম্পর্কে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পাবনার সুজানগর পৌরসভা চত্বরে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও বীরত্বগাঁথা “মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান” সম্পর্কে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা’র সভাপতিত্বে ও সচিব গোলাম নবীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন, বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই, নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রী কলেজের প্রফেসর আবুল হাশেম, উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, পৌর আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ প্রমুখ।এ সময় পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন, কণ্ঠশিল্পী অধ্যক্ষ আব্দুল বাছেত বাচ্চু, সমর শর্মা, তৃষ্ণা ও দেলোয়ার।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ