• খেলা

    বাংলাদেশের বিপক্ষে ফাইনাল কঠিন হবে : ভারত কোচ

      প্রতিনিধি ২২ ডিসেম্বর ২০২১ , ৬:৩৭:০৩ প্রিন্ট সংস্করণ

    নিউজ ডেস্কঃ
    মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে আগামীকাল বুধবার ভারতের মুখোমুখি হতে যাচ্ছে স্বাগতিক বাংলাদেশ। শ্রীলঙ্কাকে ১২ গোলে বিধ্বস্ত করে ফাইনালে উঠেছে মারিয়া মান্ডার দল। অন্যদিকে নেপালকে হারিয়ে ফাইনালে এসেছে ভারত। তবে শিরোপা নির্ধারণী ম‍্যাচে প্রতিপক্ষ বাংলাদেশ বলেই লক্ষ্যপূরণের পথটা মোটেও সহজ মনে হচ্ছে না ভারত কোচ অ্যালেক্স মারিও অ্যামব্রোসের। তিনি বাংলাদেশকে রীতিমতো সমীহ করছেন।

    আজ মঙ্গলবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ভারত অনূর্ধ্ব-১৯ দলের কোচ অ্যামব্রোস বলেন, ‘সব ফাইনালই কঠিন। মোটেও সহজ নয়। স্বাগতিকদের বিপক্ষে তো আরও কঠিন, বিশেষ করে দর্শকদের সব সমর্থন তাদের দিকেই থাকবে। দর্শকদের সমর্থন অবশ্যই পার্থক্য গড়ে দেয়। তবে আমার মনে হয়, এটা আবার একইসঙ্গে খেলোয়াড়কে নিজেদের সর্বোচ্চটা দিতে উৎসাহিত করে, খেলোয়াড়ের সত‍্যিকারের দৃঢ়তা প্রকাশ পায়।’
    লিগ পর্বে বাংলাদেশের বিপক্ষে ১-০ ব্যবধানে হার প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা আমাদের সুযোগ নষ্ট করেছি। ৯০ মিনিট খেলে ভালো ফলাফল করার ভালো সুযোগও ছিল। আমরা গোলমুখে খেলতে পছন্দ করি। নিশ্চয় বসে থেকে থেকে এমন কিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা করব না, যা আমাদের হাতে নেই। এর চেয়ে ম্যাচের দিকে নজর দিয়ে দলের জন্য যা ভালো, সেটাই করা উচিৎ। এটা মোটেও চাপের বিষয় নয়। মূল বিষয় হলো মাঠে খেলা, মুহূর্তটাকে উপভোগ করা। ফাইনালে খেলতে পারা বিশাল এক ব্যাপার।’

    তিনি আরও বলেন, ‘অনূর্ধ্ব-১৫ দল থেকে আমাদের ১১ ফুটবলার আছে, যারা প্রতিপক্ষের কাছ থেকেই শিখছে। বাংলাদেশ দলে জাতীয় দলের ১৫ ফুটবলার আছে। তবে এটা কোনো অজুহাত নয়। তবে এটা ভালো যে, বাংলাদেশের মতো শক্তিশালী দলের বিপক্ষে তারা খেলতে পারছে এবং বাংলাদেশ আসলেই ভালো একটা দল। আমি বা আমার দল অতীত নিয়ে মোটেও ভাবছি না। আমাদের সব চিন্তা আগামীকাল নিয়ে। ফাইনাল শুধুই একটা ম্যাচ। সেরা দলটাই ফাইনাল জিতবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ