• আমার দেশ

    সুজানগরে বর্ণাঢ্য আয়োজনে ভূমিহীন -গৃহহীনদের মাঝে জমির দলিল ও ফলের গাছ সহ গৃহ হস্তান্তর

      প্রতিনিধি ৯ আগস্ট ২০২৩ , ১:১৩:৩৩ প্রিন্ট সংস্করণ

    মেহেদী মাসুদ, পাবনা:

     উপজেলা প্রশাসনের আয়োজনে,”আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার” প্রতিপাদ্যকে সামনে রেখে,আশ্রয়ণ -২ প্রকল্পের আওতায় মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক চতুর্থ পর্যায়ে (২য় ধাপে) ভূমিহীন – গৃহহীন পরিবারকে ভূমির দলিল ও ফলের সহ গৃহ হস্তান্তর করা হয়েছে । বুধবার সকালে পাবনার সুজানগর উপজেলা পরিষদের হলরুমে সারাদেশের ন্যায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভার্চুয়ালে যুক্ত হয়ে ভূমিহীন -গৃহহীন দের মাঝে জমির দলিল ও ফলের গাছ সহ গৃহ হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য রাখেন এবং সুবিধাভোগীদের কষ্টের কথা গুলো মনোযোগ সহকারে শুনেন। এ সময় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভার্চুয়ালে যুক্ত হয়ে সুবিধা ভোগীদের কথা শুনে আবেগপ্রবণ হয়ে পড়েন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথা বলতে পেরে সুবিধা ভোগীরা ও আবেগে আপ্লুত কন্ঠে প্রধানমন্ত্রী জন্য দোয়া করেন। উপজেলা নির্বাহী অফিসার কৃষিবিদ মোঃ তরিকুল ইসলাম সুজানগর উপজেলার ভূমিহীন গৃহহীনদের মাঝে জমির দলিল ও দুটি করে ফলের গাছের চারা সহ গৃহ হস্তান্তর করেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) মারুফ দস্তেগীর, উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল, কৃষি কর্মকর্তা রাফিউল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা জিল্লুর রহমান, নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, জনস্বাস্থ্য উপ সহকারী প্রকৌশলী মনিরুল ইসলাম, মৎস্য কর্মকর্তা নূর কাজমীর জামান খান,যুব উন্নয়ন কর্মকর্তা নাজমুল হাসান, বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই,সাব ইন্সপেক্টর মোদাচ্ছের আলী সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণমাধ্যমের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ