• Uncategorized

    বকশীগঞ্জে স্বাস্থ্য সহকারীদের বেতন বৈষম্য নিরসনের দাবিতে অনির্দিষ্ট সময়ের জন্য কর্ম বিরতি 

      প্রতিনিধি ২৬ নভেম্বর ২০২০ , ১:১৬:১৫ প্রিন্ট সংস্করণ

    মোহাম্মদ আসাদ-বকশীগঞ্জ প্রতিনিধি:

    বেতন বৈষম্য নিরসনের দাবিতে বকশীগঞ্জে অনির্দিষ্ট সময়ের জন্য কর্মবিরতি শুরু করেছেন স্বাস্থ্য সহকারীরা। বৃহস্পতিবার সকাল থেকে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স চত্বরে কর্ম বিরতি শুরু করেছেন তারা। দাবি না মানা পর্যন্ত চলবে তাদের কর্মবিরতি। তাদের দাবি স্বাস্থ্য পরিদর্শক-১১,সহকারী স্বাস্ব্য পরিদর্শক-১২ ও স্বাস্থ্য সহকারীদের ১৩ তম গ্রেড প্রদান করে নিয়োগবিধি সংশোধনসহ বেতন বৈষম্য নিরসন করতে হবে।

    কর্ম বিরতি কালে অন্যান্যের মধ্যে স্বাস্থ্য পরিদর্শক ইয়াছমিন আরা,স্বাস্থ্য সহকারী আমিনুল ইসলাম,শফিকুল ইসলাম, শাহীনা সিদ্দিকা,রফিকুল ইসলাম,রাফিউল ইসলাম,রবিউল ইসলাম,কুতুব উদ্দিন,মেহেরুন নেছা,শাহনাজ আক্তার, খাতুনে জান্নাত,গোলাম ইমতিয়াজ আহম্মেদ,খাইরুল ইসলাম,হুমায়ুন কবীর,রুমা,রেজাউল করিম,সানোয়ার হোসেন,প্রদীপচন্দ্র দাস,তাহিরুল ইসলাম, মোজাম্মেল হক,শফিকুল ইসলাম,সিরাজুল ইসলামসহ উপজেলায় কর্মরত সকল স্বাস্থ্য সহকারী উপস্থিত ছিলেন।

    বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যন্ট এসোশিয়েশন বকশীগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুস সামাদ বলেন, এটা স্বাস্থ্য সহকারীদের দীর্ঘদিনের দাবি। আমাদের দাবির প্রেক্ষিতে ১৯৯৮ সালে প্রধানমন্ত্রীর ঘোষণা,২০১৮ সালে স্বাস্থ্যমন্ত্রীর ঘোষণা ও ২০২০ সালে স্বাস্থ্যমন্ত্রী লিখিত প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু আজ অবধি আমাদের দাবি বাস্তবায়ন হয়নি। তাই সারাদেশের ন্যায় বকশীগঞ্জেও স্বাস্থ্য সহকারীরা কর্ম বিরতি শুরু করেছেন। এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্ম বিরতি অব্যহত থাকবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ