• রাজশাহী বিভাগ

    সুজানগরে জেলা পরিষদের সদস্য নির্বাচনে ফররুখ কবীর বাবু ও আনোয়ারা নির্বাচিত

      প্রতিনিধি ১৭ অক্টোবর ২০২২ , ১০:৪৯:৩১ প্রিন্ট সংস্করণ

    এম মনিরুজ্জামান, পাবনা:

    সুজানগরে জেলা পরিষদ নির্বাচনে ৪ নং সাধারণ সদস্য আহম্মেদ ফররুখ কবীর বাবু ও সংরক্ষিত আসনে আনোয়ারা আহমেদ বিপুল ভোটে নির্বাচিত হয়েছে। সোমবার পাবনার সুজানগর উপজেলা পরিষদের হল রুমে সকাল ৯ টা থেকে দুপুর ২টা পর্যন্ত সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। সাধারণ নির্বাচনে ১৪৬ জন ভোটারের মধ্যে ১৪৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ১জন ভোটার জেলহাজতে থাকার কারণে তিনি ভোট দিতে পারেননি। ‌ নির্বাচনে বে-সরকারিভাবে সাধারণ সদস্য পদে আহমেদ ফররুখ কবির বাবু (টিউবওয়েল) ৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রেজাউল করিম বাচ্চু মোল্লা (বৈদ্যুতিক পাখা ‌) পেয়েছেন ৬৩ ভোট। সেলিম মোর্শেদ রানা মিয়া (তালা) কোন ভোট পাননি। এছাড়া সংরক্ষিত (সুজানগর, সাঁথিয়া ও বেড়া উপজেলা) ওয়ার্ডে মহিলা সদস্য পদে আনোয়ারা আহমেদ (ফুটবল) ২৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শামসুন্নাহার মুক্তা (দেয়াল ঘড়ি) পেয়েছেন ১৪৭ ভোট। নির্বাচন কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোঃ আবুল কালাম আজাদ নির্বাচনী ওই ফলাফল ঘোষণা করেন। নির্বাচনের নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থায় র্্যাব এবং পুলিশ ছাড়াও জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ নিয়োজিত ছিলেন। এছাড়া পাবনার জেলা প্রশাসক ও পুলিশ সুপার কেন্দ্র পরিদর্শন করেন। উল্লেখ্য সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল ওহাব রেজাউল করিম বাচ্চু মোল্লা কে এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন আহম্মেদ ফররুখ কবীর বাবু কে সমর্থন করেন। আহম্মেদ ফখরুক কবীর বাবু পাবনা -২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির এর ছোট ভাই।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ