• শিক্ষা

    সিরাজগঞ্জের শহীদ এম মুনসুর আলী মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স উদ্বোধন

      প্রতিনিধি ১ নভেম্বর ২০২২ , ৪:১১:২৪ প্রিন্ট সংস্করণ

    মোঃ লুৎফর রহমান লিটন-সলঙ্গা সিরাজগঞ্জ প্রতিনিধি:

    সিরাজগঞ্জের কাজীপুরে জাতীয় নেতা শহীদ এম মুনসুর আলী মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স উদ্বোধন ও জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১ নভেম্বর মঙ্গলবার বিকেল ৩ ঘটিকায় কাজীপুর উপজেলা পরিষদ মাঠে জাতীয় নেতা শহীদ এম মুনসুর আলী মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স উদ্বোধন ও জেল হত্যা দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রেফাজ উদ্দিন মাষ্টারের সভাপত্বিতে ও কাজীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমান সিরাজীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ জাহাঙ্গীর কবির নানক প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ।

    এতে প্রধান বক্তব্য রাখেন এস. এম. কামাল হোসেন সাংগঠনিক সম্পাদক রাজশাহী বিভাগের দায়িত্ব পাপ্ত, বাংলাদেশ আওয়ামী লীগ। বিশেষ বক্তব্য রাখেন জনাব প্রকৌশলী তানভীর শাকিল জয় মাননীয় জাতীয় সংসদ সদস্য সিরাজগঞ্জ ১, সহ সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ সেচ্ছা সেবক লীগ। এ সময় উপস্থিত ছিলেন, অধ্যাপক এ আরাফাত চেয়ারম্যান সুচিন্তা ফাউন্ডেশন, জনাব তারিক হাসান শমি, কোষাধ্যক্ষ সুচিন্তা ফাউন্ডেশন।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান সভাপতি সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ, মোঃ আব্দুর সামাদ তালুকদার সাধারণ সম্পাদক সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ, ড.জান্নাত আরা তালুকদার হেনরী যুগ্ন সাধারণ সম্পাদক বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি। আরো উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু ইউসুফ সূর্য সহ সভাপতি সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ। উক্ত আলোচনা সভায় সিরাজগঞ্জ জেলার নেতা ও নেত্রী বৃন্দ সহ কাজীপুর উপজেলার ছাত্র লীগ, যুব লীগ, সেচ্ছা সেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ উপস্থিত ছিলেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ