• Uncategorized

    নজরুল বিশ্ববিদ্যালয়ে জার্নাল ব্যবস্থাপনা পদ্ধতির ওয়েবসাইট উদ্বোধন

      প্রতিনিধি ১ ফেব্রুয়ারি ২০২১ , ১:১৩:২৮ প্রিন্ট সংস্করণ

    জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) জার্নাল ব্যবস্থাপনা পদ্ধতির প্রথম ওয়েবসাইট ‘রিসার্চ জার্নাল অব ফোকলোর’-এর উদ্বোধন করা হয়েছে। এই ওয়েবসাইটরে মধ্যদিয়ে বিশ্ববিদ্যালয় ডিজিটালাইজেশনের দিকে আরো একধাপ এগিয়ে গেল ১ ফেব্রুয়ারি সোমবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয় কনফারেন্স কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্যদিয়ে ওয়েবসাইটের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান।

    বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোসাম্মৎ জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ জাহিদুর রহমান ও প্রফেসর ড. আবু সাইদ মো. মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য দেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মো. জালাল উদ্দিন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. নজরুল ইসলাম, কলা অনুষদের ডিন প্রফেসর ড. আহমেদুল বারী, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর, শিক্ষক সমিতির সভাপতি মোঃ নজরুল ইসলাম, সাধারন সম্পাদক শাহজাদা আহসান হাবিব। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় জার্নাল ব্যবস্থাপনা পদ্ধতির গবেষণা প্রকল্প পরিচালক ও প্রক্টর সহযোগী অধ্যাপক ড. উজ্জ্বল কুমার প্রধান।

    এসময় বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    ওয়েবসাইট ভিজিট করতে লগইন করতে হবে www.jkkniu.edu.bd/journal

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ