• রাজশাহী বিভাগ

    সারা দেশের ন্যায় সুজানগরে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

      প্রতিনিধি ১৩ ডিসেম্বর ২০২২ , ১:১১:৫৭ প্রিন্ট সংস্করণ

    শিহাব আহম্মেদ-পাবনা প্রতিনিধি:

    ‘প্রগতিশীল প্রযুক্তি,অন্তর্ভুক্তিমূলক উন্নতি’ এই প্রতিপাদ্য নিয়ে পাবনার সুজানগরে নানা আয়োজনে ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২২ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার উপজেলা পরিষদ হলরুমে সুজানগর উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ডিজিটাল বাংলাদেশ দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম। অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.সাইফুল ইসলাম,উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন, উপজেলা সমবায় অফিসার দেলোয়ার হোসেন, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম বলেন, বর্তমানে ঘরে ঘরে প্রতিটি মানুষ ভোগ করছে ডিজিটাল বাংলাদেশের সুবিধা। দেশের বিভিন্ন প্রান্তের মানুষকে ডিজিটাল উন্নয়ন স্পর্শ করছে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার সফলভাবে বাস্তবায়নের পর সরকার এখন নতুন কর্মসূচি নিয়ে অগ্রসর হচ্ছে। সেটি হচ্ছে স্মার্ট বাংলাদেশ। স্মার্ট সিটিজেন,স্মার্ট ইকোনমি,স্মার্ট গভর্নমেন্ট ও স্মার্ট সোসাইটি-এ চার মূলভিত্তির ওপর গড়ে উঠবে ২০৪১ সাল নাগাদ একটি সাশ্রয়ী, টেকসই, বুদ্ধিদীপ্ত, জ্ঞানভিত্তিক, উদ্ভাবনী স্মার্র্ট বাংলাদেশ বলেও জানান তিনি।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ