• Uncategorized

    বঙ্গবন্ধু জন্ম নিয়েছিলেন বলেই আজ আমরা একটি স্বাধীন দেশের অধিবাসী – অঞ্জন চৌধুরী পিন্টু

      প্রতিনিধি ১৭ মার্চ ২০২৩ , ৫:৩১:৪৫ প্রিন্ট সংস্করণ

    এম মনিরুজ্জামান পাবনা

    বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স-অ্যাটকোর সভাপতি ও স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু দিয়ে গেছেন একটা বিন্দু, আর সেটাকে বৃত্তে পরিণত করছে তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস এবং মহান স্বাধীনতা দিবসে সুজানগর পৌরসভার আয়োজনে, বৃহস্পতিবার বিকেলে স্থানীয় এন এ কলেজ মাঠ চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সম্মানিত অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, বঙ্গবন্ধু জন্ম নিয়েছিলেন বলেই আজ আমরা একটি স্বাধীন দেশের অধিবাসী এবং জাতি হিসেবে মেধা ও মননে পরিপূর্ণরুপে বিকশিত হতে পারছি। বাংলাদেশের সমৃদ্ধি ও উন্নয়নের লক্ষ্যে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় পরিণত হবে।

    সুজানগর পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা’র সভাপতিত্বে ও পৌর আ’লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেন, পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। আরো বক্তব্য দেন, সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল ওহাব, আমিনপুর থানা আ’লীগের সভাপতি ইউসুফ আলী খান, জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক আলী মূর্তজা বিশ্বাস সনি, যুগ্ন আহবায়ক শিবলী সাদিক প্রমুখ।এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাবিবুর রহমান হাবিব, থানার ওসি আব্দুল হাননান, পাবনা পৌরসভার সাবেক মেয়র কামরুল হাসান মিন্টু, নাজিরগঞ্জ ইউপি চেয়ারম্যান মশিউর রহমান, হাটখালী ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমেদ, জেলা পরিষদ সদস্য আহমেদ ফররুখ কবির বাবু, আনোয়ারা আহমেদ, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুস সাত্তার, পৌরসভার নির্বাহী কর্মকর্তা গোলাম নবী, উপজেলা যুবলীগের সভাপতি সরদার রাজু আহমেদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, পৌর ছাত্রলীগের সভাপতি এস এম সোহাগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ