• রাজনীতি

    সরাসরি পাকিস্তানের হয়ে যুদ্ধ করেছে জামায়াতের নেতাকর্মীরা -সজীব ওয়াজেদ জয়

      প্রতিনিধি ৬ জানুয়ারি ২০২২ , ৭:৫১:০৯ প্রিন্ট সংস্করণ

    শিহাব আহম্মেদ-স্টাফ রিপোর্টার:

    মুক্তিযুদ্ধে জামায়াতের বর্বরতা এবং একের পর এক ষড়যন্ত্রের কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।বুধবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জয় লিখেছেন, মুক্তিযুদ্ধ যখন শেষের দিকে, বাঙালি জাতির বিজয় যখন শুধু সময়ের ব্যাপার মাত্র, পাকিস্তানিদের বর্বরতার বিরুদ্ধে এবং মুক্তিকামী বাঙালি জাতির পক্ষে যখন বিশ্বজুড়ে জনমত তুঙ্গে, ঠিক তখনই নতুন ষড়যন্ত্রে মেতে ওঠে পাকিস্তানিরা। তারা তখন জামায়াতের কয়েকজন নেতাকে বাঙালি জাতির প্রতিনিধি হিসেবে জাতিসংঘের অধিবেশনে নিয়ে যাওয়ার উদ্যোগ নেয়।

    উদ্দেশ্য, বাঙালির চূড়ান্ত বিজয় বানচাল করে বাংলাদেশের স্বাধীনতার পথ রুদ্ধ করা।সজীব ওয়াজেদ জয় লিখেছেন, রণাঙ্গনে যেমন জামায়াতের নেতাকর্মীরা সরাসরি পাকিস্তানের হয়ে যুদ্ধ করেছে, বাঙালি নারীদের ধর্ষণ করেছে, লুটপাট করেছে, জবরদখল করেছে, তেমনি কূটনৈতিকভাবেও বিভিন্ন রাষ্ট্রকে ভুল বুঝিয়ে মুক্তিযুদ্ধে তাদের সমর্থন দান থেকে বিরত রাখার চেষ্টা করেছে।

    তিনি আরও লিখেছেন, মূলত পাকিস্তানি দখলদার সেনাদের শক্তি বৃদ্ধির উদ্দেশ্যে গঠন করা হয়েছিল রাজাকার বাহিনী। সেপ্টেম্বর মাস পর্যন্ত এ জন্য প্রায় ৫০ হাজার জামায়াত নেতাকর্মীকে প্রশিক্ষণ দেয় পাকিস্তানি সেনারা।ফেসবুক পোস্টে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী দল জামায়াতের মুক্তিযুদ্ধবিরোধী নানা কর্মকাণ্ড তুলে ধরেন সজীব ওয়াজেদ জয়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ