• রাজনীতি

    রাসিক মেয়র হিসেবে হ্যাটট্রিক করলেন লিটন

      প্রতিনিধি ২২ জুন ২০২৩ , ১০:৫২:১৪ প্রিন্ট সংস্করণ

    সৈয়দ মাহমুদ শাওন:

    টানা তৃতীয়বারের মতো রাজশাহী সিটির মেয়র নির্বাচনে জয় লাভ করে হ্যাটট্রিক করেছেন আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এ এইচ এম খায়রুজ্জমান লিটন। ১ লাখ ৫৯ হাজার ৭৯৭ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা মুরশিদ আলম ফারুকী পেয়েছেন ১১ হাজার ৫৮৪ ভোট। বুধবার (২১ জুন) সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয়। চলে বিকেল চারটা পর্যন্ত। ভোট গ্রহণ হয় ইভিএমে।

    রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত এ এইচ এম খায়রুজ্জামান লিটন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুরশিদ আলম, জাকের পার্টির এ কে এম আনোয়ার হোসেন এবং জাতীয় পার্টির সাইফুল ইসলাম স্বপন।এছাড়া ৩০টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ১১১ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৪৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

    এই সিটিতে ভোটার আছেন তিন লাখ ৫১ হাজার ৯৮২ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৭১ হাজার ১৬৭ জন এবং নারী এক লাখ ৮০ হাজার ৮০৯ জন এবং ট্রান্সজেন্ডার ভোটার আছেন ৬ জন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ