• আইন ও আদালত

    সময় টিভির সাংবাদিক অপুকে অপহরণের চেষ্টার ৬ দিন পর গ্রেফতার ৩

      প্রতিনিধি ৩ জুন ২০২২ , ১২:৪৬:৪১ প্রিন্ট সংস্করণ

    আঃ কাদের কারিমী -বরিশাল জেলা প্রতিনিধি:

    গত ২৯ মে বিকাল বেলা বাংলাদেশ সময় টিভির বরিশাল অফিসে যাওয়ার সময় সাংবাদিক অপুকে অপহরণের চেষ্টা করেন দূর্বৃত্তরা। এ ঘটনার পরে বরিশাল সহ সারাদেশে প্রতিবাদের ঝর উঠে। অপরাধীদের আইনের আওতায় আনতে বরিশালে মানববন্ধন ও পালিত হয়েছে, আর তাতে অংশ গ্রহণ করেছিল বরিশালের মেয়র সাদিক আবদুল্লাহ। অপহরণের চেষ্টার ৬ দিন পর আজ ৩ জুন শুক্রবার ৩ জনকে গ্রেফতার করতে সক্ষম হয় ডিভি পুলিশ। গ্রেফতার কৃতরা হলেন, বরিশাল নগরীর কাউনিয়া এলাকার মৃত বারেক সিকদারের ছেলে মামুন সিকদার, বারেক হাওলাদারের ছেলে নুরুন মোমেন হাওলাদার। শহরের নথুল্লাবাদ এলাকার মৃত আঃ আজিজ খানের ছেলে মাহমুদ ওরফে রিয়াজ।

    যদিও এ ঘটনার মুল হোতা জিহাদুল ইসলাম জিহাদ, মোঃ নুরে আলম ও হাবিবরা ধরা ছোয়ার বাইরে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন) এনামুল হক জানায়, এনামুল হক জানায়, কোতোয়ালি থানায় মামলা হওয়ার পর ভিডিও ফুটেজ ও বিভিন্ন সূত্র ধরে অভিযানে নামি। গোপন সূত্রে খবর পেয়ে পটুয়াখালী জেলার মহিপুরে অভিযান চালিয়ে আসামীদের গ্রেপ্তার করা হয়। তিনি জানান, আমরা গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করছি। ডিবি ডিসি মনজুর রহমান জানান, প্রাথমিকভাবে আসামিরা দাবী করেছেন, মুমীতু কমিউনিটি সেন্টারের মালিক মামুন মল্লিক দৈনিক সময় সংবাদ নামে একটি পত্রিকার সাইনবোর্ড লাগিয়েছিলো তার ভবনে। সেটি নিয়ে সাংবাদিক অপূর্বর সাথে কথার কাটাকাটি হয় মামুনের সাথে। সেজন্য অপুকে হেনস্তা করতে মামুন নির্দেশ দেয় জেহাদ ও ট্যারা হবিবকে। তবে বিষয়টি পুরো তদন্ত না করে কিছুই বলা যাচ্ছে না।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ