• আইন ও আদালত

    তানোরে রাস্তার গাছ চুরির অভিযোগ

      প্রতিনিধি ২০ জুন ২০২২ , ১২:০৩:৫১ প্রিন্ট সংস্করণ

    মমিনুল ইসলাম মুন-বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি:

    রাজশাহীর তানোরে বিএমডিএ রোপিত রাস্তার ধারের গাছ চুরির অভিযোগ উঠেছে। তানোরের বাঁধাইড় ইউনিয়নের (ইউপি) জুমারপাড়া মোড় সংলগ্ন তানোর-আমনুরা রাস্তার ধারে এই গাছ চুরির ঘটনা ঘটেছে।সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, সরকারি রাস্তার ধারের যেকোনো গাছ সেটা যদি নিজের রোপণ করা হয় তাহলে সেই গাছ কাটতে হলেও উপজেলা প্রশাসনের অনুমতি নেয়ার বাধ্যবাধকতা রয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, জুমারপাড়া মোড় সংলগ্ন মৃত মোসলেম উদ্দিনের পুত্র বাবুল মোস্তফা রাস্তার ধারের একটি বরই গাছ ও দুটি শিশুগাছ চুরি করে কেটে নিয়েছে।

    অন্যদিকে মৃত মজিবুর রহমানের পুত্র আবুল কাশেম রাস্তার ধারের একটি পরিপক্ক শালগাছ ও একটি শিশুগাছ চুরি করে কেটে নিয়েছে। তারা বলেন, এসব গাছ বিএমডিএ রোপণ করেছিল। এবিষয়ে জানতে চাইলে বাবুল মোস্তফা ও আবুল কাশেম বলেন, চুরি হবে কেনো তাদের লাগানো গাছ তারা কেটেছেন, অনুমতি লাগবে কেনো। তারা বলেন, জায়গা মেপে যদি রাস্তার গাছ হয় তাহলে তারা ফেরৎ দিবেন, এছাড়া ইউপি চেয়ারম্যানকে তারা বিষয়টি অবগত করেছেন। এবিষয়ে তানোর বিএমডিএ’র সহকারী প্রকৌশলী মাহফুজুর হক বলেন,বিষয়টি তার জানা নাই, তবে এবিষয়ে বিস্তারিত খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ