• আইন ও আদালত

    হাইকোর্টের নিদের্শ অনুযায়ী আবারো ইছামতি নদী অবৈধ বসবাসরত দের উচ্ছেদ অভিযান শুরু

      প্রতিনিধি ২৭ ফেব্রুয়ারি ২০২২ , ৫:০১:০৯ প্রিন্ট সংস্করণ

    আলাউদ্দিন আদম পাবনাঃ

    নানা জল্পনা-কল্পনা অবসান ঘটিয়ে মহামান্য হাইকোর্টের নিদের্শ অনুযায়ী আবারো ইছামতি নদী অবৈধ বসবাসরত দের উচ্ছেদ অভিযান শুরু করেছে পানি উন্নয়ান বোর্ড।আজ (২৭ফেব্রুয়ারি) রবিবার ১১টায় ডিসি রোড আঞ্জুমান মুফিদুল ইসলাম সামনে হতে রায়বাহাদুর গেটের পেছন পযর্ন্ত এই উচ্ছেদ অভিযান শুরু হয়। অভিযানে নেতৃত্বদেন পাবনা পানি উন্নয়ন বোর্ডের তত্বাবধায়ক প্রকৌশলী সাইফুল্লাহ, নির্বাহী প্রকৌশলী রফিকুল চৌধুরী, সহকারি কমিশনার ভূমি কাউসার হাবিব।

    এসময় বিপুল সংখ্যক র‌্যাব ও পুলিশ সদস্যরা উপস্থিতিতে প্রায় দিন ব্যাপী এ অভিযানে বড় বড় দ্বিতল এবং তিনতলা ভবন সহ ১০০টি অবকাঠামো ভেঙ্গে উদ্ধার করা হয় নদী। যার অনুমানিক বাজার মুল্য প্রায় অর্ধশত কোটি টাকা বলে জানান পানি উন্নয়ন বোর্ড কতৃপক্ষ।পানি উন্নয়ান বোর্ড জানান , হাইকোর্টের নির্দেশে এ অভিযান অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে ইছামতির ৩৩৪ জন তালিকাভুক্ত অবৈধ দখলদারসহ গোটা জেলায় প্রায় সহস্রাধিক অবকাঠামো উচ্চেছদ করা হবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ