• শিক্ষা

    সদ্য অনার্স ও মাস্টার্স পড়ুয়াদের জন্য

      প্রতিনিধি ১২ এপ্রিল ২০২২ , ৬:২৩:২১ প্রিন্ট সংস্করণ

    আপনি নিরাপদ জীবন-যাপন করতে চাইলে বাংলাদেশে আপনার জন্য সরকারি চাকুরির বিকল্প প্রায় শূন্যের কোঠায়। তাই আপনি ১টি কাজ করুন আর ১টি কাজ ছাড়ুনঃ

    করুন: মাটি কামড়ে পড়ে থেকে ১২ মাস চাকুরির পড়া পড়তে থাকুন৷ কোচিং করতে পারলে আরও ভালো। ঋণ করতে হলে করুন, কম খেতে হলে কম খান, কম পরতে হলে কম পোশাক পরুন, তবুও চাকুরির পড়ায় ছাড় দিয়েন না।

    পরিহার করুন: কোনো প্রাইভেট জবে (গ্রুপ, গার্মেন্টস, মালিকানা প্রতিষ্ঠান প্রভৃতি) কোনোভাবেই জয়েন করা, টিউশনি একাধিক করা, টুকটাক কাজ কাঁচা টাকার কাজ করা প্রভৃতি।

    চ্যালেঞ্জ: আগামী ১২ মাস পরে দেখবেন চাকুরির পড়ার নেশায় থাকবেন আর শীঘ্র একটার পর একটা জব পাবেন আর পোস্ট দিবেন কোনটা রেখে কোনটায় যাবো?

    প্রতিবন্ধকতা আছে কি না?
    নাই। ভালো/ খারাপ বিশ্ববিদ্যালয়, ভালো/ খারাপ সাবজেক্ট, ভালো/ খারাপ রেজাল্ট কোনোকিছুই সম্ভবনা বা হতাশ হওয়ার কিছু নাই৷ শুধু স্নাতক সনদ আর পড়াশুনাই সব ঠিক করে দিবে৷

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ