• Uncategorized

    লৌহজংয়ে প্রথমে টিকা নিলেন সাংসদ সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি 

      প্রতিনিধি ৭ ফেব্রুয়ারি ২০২১ , ৪:৫৫:৫৮ প্রিন্ট সংস্করণ

    করোনা ভাইরাস প্রতিরোধে লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রে টিকা দান কর্মসুচির শুভ উদ্বোধন করেন মুন্সিগঞ্জ-২ আসনের সাংসদ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি নিজে টিকা নিয়ে। এই উপজেলায় প্রথম ধাপে ২ হাজার ৬শ’ জনকে করোনা ভাইরাস প্রতিরোধে এই টিকা দেয়া হবে। এ সময় সাংসদ সাগুফতা ইয়াসমিন এমিলি প্রথমে টিকা নিয়ে এই কর্মসুচির শুভ উদ্বোধন করেন । এরপর উপজেলা নির্বাহী অফিসার মো. হুমায়ুন কবীর, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুর রশিদ শিকদার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, মো মোজাম্মেল হক, আব্দুর মালেক শিকদার পর্যায় ক্রমে টিকা নেন।

    এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আ’মীলীগের যুগ্ম সম্পাদক বি.এম শোয়েব, মো. মেহেদি হাসান, মো. আনোয়ার হোসেন , মো. রুহুল আমিন মোড়ল, মো. তোপাজ্জল হোসেন, ওসি মো. আলমঙ্গীর হোসাইন, মো. লুৎফর রহমান তালুকদার, মো. ফাারুক ইকবাল মৃধা, মো. সেলিম দেওয়ান, মো. মিজানুর রহমান মোল্লা, মো. আবু নাসের রতন, মো. নাসির তালুকদার, মো. এ.কে.এম ঢালী প্রমুখ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ