• সাহিত্যে

    ‘শীতের পাখি’ কলমে: প্রণব মন্ডল

      প্রতিনিধি ২৫ নভেম্বর ২০২১ , ৪:৩২:৫১ প্রিন্ট সংস্করণ

    কবিতা: “শীতের পাখি”
    কলমে: প্রণব মন্ডল

    শীতের দিনে মেঘলা হাওয়া বইছে জগৎ ভরে,
    পাহাড় থেকে শীতল পাখি এলো কেমন করে ,
    জাপটে ধরে শেওলা পাতা ;
    খুঁজছে তাকে কলমি লতা।
    কেমন ছিলে শীতের পাখি?
    সারা নিশি তোমায় ডাকি,
    হয়তো ছিলে শিশির কণায় সিক্ত তরুর মতো
    ঠান্ডা হাওয়ার ব্যাথা নিয়ে ব্যাথিতের মতো,
    হয়তো তোমার চোখের জল;
    ঝিলের জলে মিশে
    দেখতে পাইনি আমরা সবাই মিলে,
    তাই তো মোরা তোমায় ডাকি
    কেমন ছিলে শীতের পাখি?

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ