• চট্টগ্রাম বিভাগ

    দেবীদ্বারে আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস পালিত।

      প্রতিনিধি ১৯ নভেম্বর ২০২২ , ৫:২৩:৩৮ প্রিন্ট সংস্করণ

    স্টাফ রিপোর্টার:

    আজ ১৯তারিখ আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস পালন করেন দেবীদ্বার উপজেলা মহিলা শ্রমিক লীগ ও শেখ রাসেল ফাউন্ডেশন দেবীদ্বার চ্যাপ্টারের পক্ষ থেকে বিশ্বের সকল নারী উদ্যোক্তাদের জন্য রইল অনেক অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা৷
    দেবীদ্বার উপজেলা মহিলা শ্রমিক লীগের সভাপতি শাহিনুর আক্তার লিপি বলেন আমি নারী আমি অপরাজিতা চার বাক্যের এই কথাটার মধ্যে অনেক শক্তি লুকিয়ে আছে৷ আমি নারী আমি সব পারি হ্যা আমাকে পারতেই হবে৷ একজন নারীর মধ্যে আছে অদম্য শক্তি এবং নিজেকে সবার উপরে রাখার এক অদম্য ইচ্ছা৷

    একজন নারী উদ্যোক্তা হওয়ার আগে সে একজন মেয়ে একজন স্ত্রী একজন মা সেই সাথে সে একজন উদ্যোক্তা৷ প্রতিটা নারীর উদ্যোক্তা হওয়ার পিছনে থাকে অনেক ভালো মন্দ গল্প৷ কেউ উদ্যোক্তা হয়েছেন শখের বসে কেউ বা নিজে কিছু করার ইচ্ছে আবার কেউ পরিবার কে সাপোর্ট দিতে৷ তেমনি কোন পরিবার সাপোর্ট করে তো কোন পরিবার পুরোপুরি বিপক্ষে এসে দারায়। আমি নারী আমাকে দমে গেলে চলবে না৷ শত বাধা বিপত্তি পেরিয়েই আমাকে সামনে এগিয়ে যেতে হবে৷

    তৈরি করতে হবে আমার নিজের একটা পরিচিতি৷ তাই আজকের এই দিনে আমি আবারো শ্রদ্ধা জানাই সকল নারী উদ্যোক্তাদের৷ তারপর শাহিনুর আক্তার লিপি বিশেষ ভাবে ধন্যবাদ জানান মানবতার সেবক ডাঃ ফেরদৌস খন্দকারকে যার সার্বিক সহযোগিতায় দেবীদ্বার উপজেলার গার্লস কমিউনিটি নারী উদ্দোক্তা বোনদের নিয়ে এই দিবসটি পালন করতে পেরেছি বলে।এসময় নারী উদ্যোক্তা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোসা হুরবান বাসার,জাকিয়া সুলতানা, নুরুন্নাহার রিমা,রুবিনা আক্তার, তাসকিয়া রহমান প্রতিভা,পারভীন আক্তার সহ আরো অন্যান্য নারী উদ্দোক্তা উপস্থিত ছিলেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ