• চট্টগ্রাম বিভাগ

    দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও পাঠ্যপুস্তক ইস্যুতে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল

      প্রতিনিধি ২৪ ফেব্রুয়ারি ২০২৩ , ৮:১৭:১৮ প্রিন্ট সংস্করণ

    এইচ.এম আল আমিন-লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:

    আজ শুক্রবার বাদ আসর এক যোগে লক্ষ্মীপুর জেলার সকল উপজেলায় স্থানীয় নেতৃবৃন্দের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করে দলটি। লক্ষ্মীপুর পৌর শহরের দক্ষিণ স্টেশন মোড় থেকে সদর উপজেলার সভাপতি মাওলানা মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক এইচ এম তানভীর হোসাইনের নেতৃত্বে শহরের প্রদান সড়ক প্রদক্ষিণ করে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।এতে উপস্থিত ছিলেন জেলা আন্দোলনের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা দেলোয়ার হোসাইন ও সেক্রেটারি মাওলানা মহিউদ্দিন।

    জেলা সভাপতি মাওলানা দেলোয়ার হোসাইন বলেন, আমাদের এই সংগ্রাম এ দেশের জনগণের জন্য। খেটে খাওয়া মানুষের জন্য। সরকার বাহাদুর নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করার জন্য, আগামী নির্বাচন কালো টাকার মাধ্যমে করার জন্য দ্রব্য মূল্য বাড়িয়েই চলছে।তাইতো এই সিন্ডিকেট ভাঙছে না। এ দেশের জনগণ এটা মেনে নেবে না কখনো। সরকার কে হুশিয়ার করে বলে দিতে চাই,শিক্ষা ব্যবস্থায় সকল বিতর্কিত পাঠ তুলে দিন এবং সামনে রমজানের পবিত্রতা রক্ষার্থে, এ দেশের মানুষের কথা চিন্তা করে দ্রব্য মূল্য কমিয়ে দিন,নয়তে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ