• সাহিত্যে

    “আমি নতুন সৃষ্টি হব” কলমে-কানিজ ফাতেমা

      প্রতিনিধি ৩ জানুয়ারি ২০২২ , ৩:২২:২১ প্রিন্ট সংস্করণ

    কবিতা: আমি নতুন সৃষ্টি হব
    কলমে-কানিজ ফাতেমা

    বল না আমায় বাঁধবি কে তুই
    মিষ্টি কথার ফাঁকে,
    কেমন করে কাটবি রে বাঁধ
    হৃদয় নদীর বাঁকে।
    কেমন করে রোধবি রে পথ
    অন্ধকারে ঢেকে,
    কেমন করে করবি বিবশ
    ভালোবাসা মেখে।

    আমি বাঁধন হারা ছন্নছাড়া
    শর্তে যাকে যায় না ধরা,
    আপন ধ্যানে পাগল পারা
    মুক্ত মনের আলোক ধারা।

    ভাবনার মাঝে হারিয়ে নিজেকে
    ভাবনার শেষে খুঁজি,
    স্বপ্নগুলো ডাক দিয়ে যায়
    যখনই দু’চোখ বুঁজি।

    আমি আকাশটাকে ছুঁয়ে দেবো
    কালো মেঘের বৃষ্টি হব
    তীক্ষ্ণ কোমল দৃষ্টি হব
    কঠিন পথের পথিক হব
    বিজয়টাকে ছিনিয়ে নেব
    আমি নতুন কোন সৃষ্টি হব।

    চমকে উঠা তারা হব
    ভাবনায় পাগল পরা হব
    একলা বাঁধন ছাড়া হব
    মাতাল করা ফাগুন হব
    সহ্য হব ধৈর্য্ হব
    সাহসে ভরা বীর্য হব
    ময়দানে রণতূর্য হব।

    বুকের মাঝে জ্বলছে আগুন
    পাগলামিটা হোক না দ্বিগুণ
    হোক না জীবন অবাধ্য আজ
    হোক না নতুন সৃষ্টির সাজ
    পুব আকাশের সূর্য হব
    আলোয় ধরা ভাসিয়ে দেব
    আমি নতুন কোন সৃষ্টি হব।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ