• ঢাকা বিভাগ

    “স্মৃতিটা ফিরিয়ে দেও” কবি-শিহাব আহম্মেদ

      প্রতিনিধি ১৮ জানুয়ারি ২০২৩ , ১২:১৫:৩১ প্রিন্ট সংস্করণ

    কবিতাঃ স্মৃতিটা ফিরিয়ে দেও
    কবি-শিহাব আহম্মেদ

    ঘুরেফিরে খুঁজে মরি জীবনের শৈশবটা
    সময়ের কয়টা বছর কেনো যে গেথে রয়?
    আমার ঘনিয়ারপাড়ের একলা বট গাছটা,
    চারপাশটায় দালান হয়ে হারালো স্মৃতিটা।

    আমার ভাঙ্গাচালের টিনের ঘরের স্কুলটা
    আষাঢ়ের বর্ষনে টপটপিয়ে পানি পড়তো,
    এখন ইট পাথরের দালানের দখলে যেটা
    চকচকে ঝকঝকে কেড়ে নিলো স্মৃতিটা।

    আমাদের সময়ে ভয়ে লজ্জ্বায় দৌড়ে ছুটা
    যখনই নিজের ক্লাসটিচারকে হটাৎ দেখা!
    এখনকার ছেলে মেয়েদের বেয়াদবিপনা,
    ভেবে মরি সময়ের আদবের সেই স্মৃতিটা।

    কোথায় গেলো দিনরাত বই পড়ার নেশাটা
    যখন দেখি ব্যস্ত সবাই ফেইসবুক চেটিংটা!
    প্রথম স্থান ধরে রাখার সেই প্রতিযোগিতাটা,
    মাদকের ছোবল দেখে ভুলে গেলাম স্মৃতিটা।

    গজরা-কালিপুর হরিতকি খোঁজার মজাটা
    ভুলিয়ে দিলে যে যুবকদের ইয়াবার নেশাটা!
    হায়রে কোথায় গেলো চিঠির লজ্জ্বার প্রেম?
    ইমু মেসেঞ্জার গিলে খেলো কৈশোর স্মৃতিটা।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ