• আইন ও আদালত

    লোহাড়ায় স্বামী স্বীকৃতি ও গর্ভের সন্তানের পিতৃ পরিচয়ের বাড়িতে অনশন।

      প্রতিনিধি ১৩ নভেম্বর ২০২৩ , ১১:০৮:৩২ প্রিন্ট সংস্করণ

    মো.মাহাফুজুর রহমান নড়াইল জেলা প্রতিনিধি।

    নড়াইল লোহাড়ায় স্বামীর স্বীকৃতি ও গর্ভের সন্তানের পিতৃ পরিচয়ের দাবিতে যশোর থেকে আসা এক তরুণীর অনশন লোহাগড়া উপজেলার  লক্ষীপাশা ইউনিয়নের বয়রা গ্রামের ইয়াহিয়া কাজীর ছেলে কাজী আজিজুল হাকিম এর বাড়িতে। এবিষয়ে লোহাগড়া থানায় একটি লিখিত অভিযোগ করে ওই তরুণী।

    জানা যায় ওই তরুণীর বাড়ি যশোর মমিন নগর এলাকায় ৬ মাস আগে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় লোহাগড়া উপজেলার   লক্ষীপাশা ইউনিয়নের বয়রা গ্রামের ইয়াহিয়া কাজীর ছেলে কাজী আজিজুল হাকিম এর সাথে,পরিচয়ের মধ্য দিয়ে ওই তরুণীর সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে কাজী আজিজুল, এর কিছুদিন পরে ওই তরুণী কে নিয়ে আসে ঘুরতে লোহাগড়ার কালনা ব্রিজে  আজিজুল তার কিছুদিন পরে যশোরে গিয়ে একটি বাড়িতে গিয়ে দেখা করে তারা এবং সুযোগ বুঝে আজিজুল বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করে তরুণীর সাথে,

     

    ওই তরুণী বলেন তাদের মধ্যে গভীর প্রেমের সম্পর্ক হয়ে যায় তারপর আজিজুল তাকে ঢাকায় নিয়ে মিরপুর এলাকা থেকে কাজীর মাধ্যমে বিবাহ করে এবং কিছুদিন সেখানে থাকে। এরপর আজিজুল তার কানের দুল নিয়ে নেয়, এবং তাকে ঢাকায় রেখে চলে আসে,ওই তরুণী আরো বলেন তাকে আজিজুল তাদের গ্রামের বাড়ি বয়রা আসতে বলে তখন সে আজিজুল এর কথা মত তাদের বাড়িতে আসলে আজিজুলের মা,বড় ভাই রিয়াজুল তাকে মারধর করে এবং স্টাম্পে স্বাক্ষর করিয়ে নিয়ে তাকে তাড়িয়ে দেয়,

    তরুণী তখন বুঝতে পারে সে বাচ্চার মা হতে চলেছে এবং সে ডাক্তারি পরীক্ষা করায় তারপরে আবারও সে আজিজুল এর কথা মত ১২/ নভেম্বর রবিবার লোহাগড়াতে আসে এবং আজিজুল এর সাথে যোগাযোগ না করতে পেরে লোহাগড়া থানায় একটি লিখিত অভিযোগ করে ও থানায় অভিযোগ করে চলে যায় বয়রা গ্রামে তখন আজিজুল এর পিতা ইয়াহিয়ার পক্ষের মাতুব্বর ইমদাদ কাজীর বাড়িতে রাতে সালিশ মীমাংসার জন্য বসে এবং সেখানে বলে তাকে মাতুব্বরা জানাই থানার অভিযোগ প্রত্যাহার এবং সাংবাদিকদের সামনে যেন মুখ না খোলা হয়, তাহলে তার পরিবারদের খবর দিয়ে বিষয়টা দেখা হবে।

    এবিষয়ে আজিজুল এর সাথে যোগাযোগের জন্য চেষ্টা করলে তার পরিবার জানায় আজিজুল ঢাকায় আছে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায় নাই,এবং এই ঘটনা জানা জানি হয়ে গেলে আজিজুল এর পিতা ইয়াহিয়া ওই তরুণী কে তাদের বাড়িতে নিয়ে আসে,ওই তরুণী আরও জানান সে তার স্বামীর স্বীকৃতি এবং পেটের সন্তানের পিতৃ পরিচয় নিয়ে আজিজুলের সংসার করতে চাই,

    এবিষয়ে লোহাগড়া থানা পুলিশ ও লক্ষীপাশা ইউনিয়ন বিট অফিসার এসআই সুমন হাওলাদার বলেন লিখিত অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

    এবিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নাসির উদ্দিন জানান অভিযোগের বিষয় টা তদন্ত করে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে,

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ