• খুলনা বিভাগ

    লোহাগড়ার বউ বাজারে অনেক কাঠ খড় পড়ানোর পরে স্বপ্নের টাওয়ার স্থাপনের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।

      প্রতিনিধি ২৬ আগস্ট ২০২২ , ৬:০৭:৩০ প্রিন্ট সংস্করণ

    নড়াইল জেলার লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের সারোল বউ বাজারে অনেক কল্পনা জল্পনার অবসান ঘটিয়ে স্বপ্নের টাওয়ার (রবি ও এয়ারটেল) স্থাপনের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।এতে করে স্থানীয় জনগণ ও ব্যবসায়ীরা আশা করছেন মোবাইল নেটওয়ার্ক এবং মোবাইল ব্যাংকিং সেবার মান ও পরিধি বৃদ্ধি পাবে।

    এর আগে দুই দশক ধরে স্থানীয় ও সারল বউ বাজারের ব্যবসায়ীরা নেটওয়ার্ক অপারেটর কোম্পানির কাছে টাওয়ারের দাবি করে আসছিলেন,কিন্তু অনেক জটিলতার কারণে মাপে থাকা সত্ত্বেও সম্ভব হয়ে উঠছিল না। এবার সব জটিলতার অবসন ঘটিয়ে টাওয়ার স্থাপনের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।

    এই বাজারে শতাধিক ব্যবসায়ী প্রতিষ্ঠান রয়েছে, তার মধ্য বেশির ভাগ বিকাশ, রকেট, নগদ, শিওর ক্যাশ, উপায় এর ব্যাংকিং প্রতিষ্ঠান রয়েছে। তাই স্থানীয় জনগণ ও ব্যবসায়ীরা আশা করছেন এই টাওয়ারের মাধ্যমে সকল ব্যাংকিং জটিলতার ও নেটওয়ার্কের সমস্যার অবসান ঘটবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ